ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদিতে নিষেধাজ্ঞা বাড়ায় বিমানের ফ্লাইট আরেক সপ্তাহ বন্ধ

প্রকাশিত: ২৩:০৪, ২৯ ডিসেম্বর ২০২০

সৌদিতে নিষেধাজ্ঞা বাড়ায় বিমানের ফ্লাইট আরেক সপ্তাহ বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটের স্থগিতাদেশ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। একইসঙ্গে আকাশ, স্থল ও সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশের সকল কার্যক্রম আরও ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এতে বাংলাদেশ বিমানেরও আগামী এক সপ্তাহ সৌদি আরবে কোন ফ্লাইট পরিচালনা করতে পারবে না বলে জানা গেছে। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির আশঙ্কায় ২১ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। সাতদিনের মেয়াাদ শেষ হওয়ার শেষ দিনে আরও সাতদিনের জন্য নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হলো। নতুন নিষেধাজ্ঞার ফলে যারা (বাংলাদেশী যাত্রী) আগে থেকে সৌদি আরব যাওয়ার টিকিট কিনে রেখেছিলেন তারা বিপাকে পড়েছেন। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাচ্ছে তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন। জানা গেছে, আগামী এক সপ্তাহ বন্ধ থাকার পরও যে সৌদিতে ফ্লাইট পরিচালনা করা যাবে সে সম্ভাবনাও ক্ষীণ। যতদিন করোনার দ্বিতীয় ধাক্কার ধকল কিছুটা নিরাপদ নিয়ন্ত্রণে না আসবে ততাদিনই সৌদি আরবসহ অনেক দেশই এ ধরনের ফ্লাইট বন্ধ রাখার মতো সিদ্ধান্তে অটল থাকবে।
×