ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা ভ্যাকসিনে ভেজাল হবে না তার নিশ্চয়তা নেই ॥ আশঙ্কা জিএম কাদেরের

প্রকাশিত: ২২:৪৫, ২৪ ডিসেম্বর ২০২০

করোনা ভ্যাকসিনে ভেজাল হবে না তার নিশ্চয়তা নেই ॥ আশঙ্কা জিএম কাদেরের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বাজার যেভাবে ভেজালে সয়লাব, তাতে করোনা ভ্যাকসিনের ভেজাল হবে না তার নিশ্চয়তা নেই। তিনি বলেন, করোনা ভ্যাকসিনের টিকায় যে ডিস্টিল ওয়াটার থাকবে না সে বিষয়ে জনসাধারণ উদ্বিগ্ন। বুধবার রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমন আশঙ্কার কথা জানান সাবেক এই মন্ত্রী। অগ্রাধিকার ভিত্তিতে কারা আগে ভ্যাকসিন পাবে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা চায় দেশের মানুষ। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বক্তব্য স্পষ্ট করার দাবি জানিয়ে তিনি বলেন, তাছাড়া নির্দিষ্ট তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ, সরবরাহ এবং বিতরণ নিশ্চিত করতে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে তাও দেশের মানুষ জানতে চায়। মন্ত্রণালয় থেকে বলা হয়, সকল প্রস্তুতি নেয়া হয়েছে কিন্তু দেখা যায় কাজের বেলায় সব কিছুই অগোছালো। দেশের মানুষ করোনা ভ্যাকসিনের ব্যাপারে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত জানতে চায় উল্লেখ করে জি এম কাদের বলেন, এ ব্যাপারে সরকারকে সহায়তা করতে জাতীয় পার্টি প্রস্তুত আছে। এসময় জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেন দলের চেয়ারম্যান।
×