ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শশধর চন্দ্র রায়-এর দুটি কবিতা

প্রকাশিত: ২০:৪১, ১৯ ডিসেম্বর ২০২০

শশধর চন্দ্র রায়-এর দুটি কবিতা

* সোনার চেয়ে খাঁটি কার্তিক-অঘ্রাণ হেমন্তকাল ধান শালিকের হাসি, পাকা ধানের মধুর ঘ্রাণে মনে খুশির রাশি। কিষাণ-বাড়ির গোলা ভরে নতুন পাকা ধানে, খুশির পরশ যায় ছড়িয়ে কিষাণ-বধূর গানে। নতুন ধানের পিঠা-পায়েস মনে লাগায় দোলা, নবান্নেরই মিষ্টি ছোঁয়া যায় না কভু ভোলা। পাকা ধানের সোনার আভা স্বপ্ন ছড়ায় মনে, চড়ুইভাতির মেলা বসে পাহাড়-চরে-বনে। সারি সারি রূপ বাহারি পাকা ধানের আঁটি, হেমন্তে পাই সোনালি ধান সোনার চেয়ে খাঁটি। * রূপের মেয়ে এক যে আছে রূপের মেয়ে নামটি হেমন্ত, হরেক রকম পসরা দিয়ে জাগায় এ মন তো। খেজুর রসের পিঠা মজার খেতে মধুর বেশ, পিঠা-পুলির মিষ্টি ঘ্রাণে মনে খুশির রেশ। পাকা ধানের সোনার আভা রাঙায় খেত ও মাঠ, নাড়ু-মুড়ি-মোয়ায় ভরে শহর-গাঁয়ের হাট। গল্প-গানের ধুম পড়ে যায় পুলকভরা ক্ষণ, স্বপ্ন দ্যাখে এই হেমন্তে পল্লীবধূর মন।
×