ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোর সাহিত্য পরিষদ ভবন উচ্ছেদের প্রতিবাদ

প্রকাশিত: ২০:২৫, ১৯ ডিসেম্বর ২০২০

যশোর সাহিত্য পরিষদ ভবন উচ্ছেদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সাহিত্য পরিষদ উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাহিত্য পরিষদের ভেঙ্গে ফেলা ভবনের সামনে মানববন্ধন করেন তারা। পরে জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। শিল্প-সাহিত্য চর্চার ঐতিহ্যবাহী সংগঠন যশোর সাহিত্য পরিষদের কার্যালয় ভেঙ্গে ফেলা হয়েছে। সামনের সড়ক প্রশস্তকরণের অজুহাতে বৃহস্পতিবার দুপুর থেকে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ সেখানে উচ্ছেদ করলেও ভবনের বাকি অংশও ব্যবহার করতে বাধা দিচ্ছে জেলা পরিষদ। সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের অভিযোগ, তাদের উচ্ছেদ করতে পরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবেই এমন তৎপরতা চালানো হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, দড়াটানা থেকে ঈদগাহ মোড় পর্যন্ত সড়কটি সঙ্কুচিত থাকায় প্রশস্তকরণের উদ্যোগ নেয়া হয়। এজন্য জেলা পরিষদ কর্তৃপক্ষ তাদের কার্যালয়ের সামনের তিন ফুট জায়গা রাস্তার জন্য দিতে সম্মতি দেন। এরপর তাদের নির্দেশনা অনুযায়ী শুধু ওই তিন ফুট জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হয়। যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক শাহিন ইকবাল অভিযোগ করেন, জেলা পরিষদ কর্তৃপক্ষ ভবন ভাংচুরের ব্যাপারে তাদের লিখিত কোন নোটিস দেয়নি। মাত্র তিন কার্যদিবস আগে মৌখিকভাবে তাদের ভবন ছেড়ে দেয়ার জন্য বলা হয়। এ ব্যাপারে তারা জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ জাতীয় সংগঠন জেলা পরিষদ চত্বরে রাখতে দেবেন না বলে জানিয়ে দেন। বৃহস্পতিবার দুপুরে আকস্মিকভাবে সেখানে বুলডোজার চালানো হয়। তিনি আরও বলেন, রাস্তা প্রশস্তকরণের জন্য ভবনের তিন ফুট ভেঙ্গে ফেললেও বাকি বৃহৎ অংশ এখনও ব্যবহার উপযোগী। কিন্তু সেটাও ব্যবহার করতে দিচ্ছে না জেলা পরিষদ।
×