ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর চার খুনীর খেতাব বাতিলে রিটের শুনানি আজ

প্রকাশিত: ২৩:০৬, ১৫ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর চার খুনীর খেতাব বাতিলে রিটের শুনানি আজ

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খুনীর মুক্তিযুদ্ধের বীরত্বের খেতাব বাতিল চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি সোমবার হয়নি। আজ মঙ্গলবার শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। এদিকে জালিয়াতির মাধ্যমে প্লট তৈরি করে বরাদ্দসহ নানা অনিয়মের অভিযোগে দুদকের মামলায় চট্টগ্রামের চার সাংবাদিকসহ সাতজনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে ১৮ বছর আগে নেত্রকোনায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খুনীর মুক্তিযুদ্ধের বীরত্বের খেতাব বাতিল চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি আজ মঙ্গলবার। সোমবার শুনানি অনুষ্ঠিত হয়নি । শুনানি ‘নট টুডে’ (আজ নয়) করে মঙ্গলবারের জন্য দিন ঠিক করেছে হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। তিনি জানান, সোমবার মামলাটি দুপুরে শুনানি হওয়ার কথা ছিল। আদালত শুনানি না করে মঙ্গলবারের জন্য নির্ধারণ করেছে। সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করতে উপস্থিত ছিলেন আইনজীবী আব্দুল কাউয়ুম খান ও সুবীর নন্দী দাস। গত ২ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রীমকোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের পক্ষে আইনজীবী আব্দুল কাউয়ুম খান এ রিট দায়ের করেন। রিটে রাষ্ট্রীয় খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তাও চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে বঙ্গবন্ধুর খুনী শরিফুল হক ডালিম, এসএইচএমবি নুর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীন ওরফে মুসলেম উদ্দীন ওরফে হিরন খান ওরফে মুসলেম উদ্দিন খানের রাষ্ট্রীয় খেতাব বাতিল চাওয়া হয়।
×