ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বন্যায় শতভাগ মানুষ সরকারী সহায়তা পেয়েছে ॥ সিপিডি

প্রকাশিত: ২৩:৩৮, ১৪ ডিসেম্বর ২০২০

বন্যায় শতভাগ মানুষ সরকারী সহায়তা পেয়েছে ॥ সিপিডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাকালে বন্যাদুর্গত জেলাগুলোর ৮০ দশমিক ৬ শতাংশ মানুষ চাল (জিআর) এবং শতভাগ মানুষ নগদ আর্থিক সহায়তা পেয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। করোনা মহামারীর মধ্যে চলতি বছরের জুলাই মাসে দেশের ৩৭ জেলা বন্যা কবলিত হয়েছিল। রবিবার সিপিডি, অক্সফাম ইন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যৌথভাবে আয়োজিত ‘করোনা ও বন্যা মোকাবেলায় ত্রাণ কর্মসূচী এবং কৃষি প্রণোদনা : সরকারী পরিষেবার কার্যকারিতা’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সিপিডির সিনিয়র রিসার্চ এ্যাসোসিয়েট মোস্তফা আমির সাব্বির মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সিপিডির ওই গবেষণার জন্য নেত্রকোনা জেলাকে নির্বাচিত করা হয়। ওই জেলার তথ্য যাচাই-বাছাই করেই মূল প্রবন্ধটি তৈরি করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এর মাধ্যমে বন্যা কবলিত অন্য জেলাগুলোতে সরকারী পরিষেবার একটি তুলনামূলক চিত্র পাওয়া যায়। ১২ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে বন্যায় নেত্রকোনা জেলায় মোট ভূমির ৪৬ শতাংশ এবং প্রায় ৫৯ শতাংশ গ্রাম কবলিত হয়েছিল।
×