ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

তাসিন-তাজিম যেতে চায় বহুদূর

প্রকাশিত: ২১:৪৫, ৪ ডিসেম্বর ২০২০

তাসিন-তাজিম যেতে চায় বহুদূর

স্টাফ রিপোর্টার ॥ তাসিন ও তাজিম যমজ দুই ভাই। মায়াবী চেহারা, মিষ্টি কণ্ঠ ও মনকাড়া হাসি মুহূর্তেই সবাইকে মুগ্ধ করবে। আর দুষ্টু-মিষ্টু কথায় যে কেউই অল্প সময়ে আপন করে নেবে দুজনকে। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণীতে পড়ছে। দুজনে পড়ালেখার পাশাপাশি অভিনয় করে। যেখানেই যাবে দুজনেই সব সময় পোশাক মিলিয়ে পরেন। তাসিন-তাজিমের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুর। জনপ্রিয় এ অনুষ্ঠানের জন্য যমজ দুই বাচ্চা দরকার। তখন যোগাযোগ করা হয় তাদের সঙ্গে। তাসিন-তাজিমের মা তাহিয়া চিন্তা করলেন বাচ্চারা যেহেতু সিসিমপুর পছন্দ করে কাজটি করলে এদের কাছ থেকে দেখার সুযোগ হবে। সেই ভাবনা থেকে শখের বসে কাজটি করেন। এরপর আস্তে আস্তে দুজনেরই কাজের পরিধি বাড়তে থাকে। শখের বসে কাজ শুরু করলেও এখন নিয়মিত কাজ করছে তারা। দুজনে ছবি আঁকতে ভালবাসে। সময় পেলেই আঁকতে বসেন। তাসিন-তাজিম স্বল্প দিনের কাজে এ পর্যন্ত ১৫টি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছে। পাশাপাশি নাটকেও কাজ করছে। এই ছোট্ট বয়সেই নিজেদের অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছে সকলের। তারা দুজনই অভিনয় করেছে সরকারী অনুদানে নির্মিত রায়হান জুয়েল পরিচালিত ‘এ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও আশরাফ শিশির পরিচালিত ‘৫৭০’ চলচ্চিত্রে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি খুব ঘটনাবহুল ও বেদনার। তেমনই ঘটনাবহুল বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন পর্যন্ত সময়। সেলুলয়েডের পর্দায় এ সময়টিকেই তুলে ধরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির। ছবিতে শেখ রাসেলের চরিত্রে তাজিম ও সৈনিক বাপ্পী চৌধুরীর ছেলের চরিত্রে অভিনয় করে তাসিন। অভিনয় আসলে আমাদের অন্য রকম ভাল লাগা। কারণ নতুন নতুন পরিবেশ এবং মানুষের সঙ্গে পরিচয় হয়, এটাও আমাদের জন্য এক রকম এ্যাডভেঞ্চার। আর ভাল কিছু কাজ করতে চাই যেটা মানুষ অনেক দিন মনে রাখবে।
×