ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

প্রকাশিত: ২৩:০৪, ২৪ নভেম্বর ২০২০

চট্টগ্রামে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪২, যা নমুনা পরীক্ষার ১৯ শতাংশ। তবে এই বৃদ্ধিকে এখনও দ্বিতীয় তরঙ্গ হিসেবে বলতে চাইছে না স্বাস্থ্য বিভাগ। কিন্তু শীত আসার আগেই আক্রান্তের হার এমন উর্ধমুুখী প্রবণতায় জনসাধারণের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে। সরকারী-বেসরকারী হাসপাতালগুলোতে বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি ফের আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠার প্রস্তুতিও রয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে সোমবারের প্রতিবেদন অনুযায়ী, রবিবার নমুনা পরীক্ষা হয়েছে এক হাজার ২৭০। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয় ২৪২, যা ১৯ দশমিক পাঁচ শতাংশ।
×