ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস

শান্তি প্রতিষ্ঠায় মতভেদ ভুলে সম্পর্ক উন্নয়নের আহ্বান

প্রকাশিত: ২৩:০৩, ২৪ নভেম্বর ২০২০

শান্তি প্রতিষ্ঠায় মতভেদ ভুলে সম্পর্ক উন্নয়নের আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ পৃথিবীর সকল মানুষ হিংসা বর্জন করে পারস্পরিক ভেদাভেদ ভুলে সংঘাত ও কলহমুক্ত উৎসবমুখর পরিবেশ অতিবাহিত করলে সম্পর্ক উন্নয়ন হবে। বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে পৃথিবীতে সম্প্রীতি ও বন্ধুত্বের যুুগের আগমন ঘটবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। যেকোন ধরনের শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক ভেদাভেদ ভুলে সম্পর্ক উন্নয়ন করতে হবে। হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সোমবার বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ বন্ধু সমাজ আয়োজিত ‘হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস’ উদ্যাপন অনুষ্ঠানে বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ আহমেদ খান রাজীব বলেন, মানুষের মাঝে বন্ধুত্ব ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে বাংলাদেশ বন্ধু সমাজের মূল লক্ষ্য। হিংসা-বিদ্বেষ-অহঙ্কার পরিত্যাগ করে ভ্রাতৃত্ব-বন্ধুত্ব-সৌহার্দ্যরে মিশ্রণে সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়তে পারলেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। এ সময় তিনি বাংলাদেশ বন্ধু সমাজকে জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান অথবা জাতীয়করণ করার জন্য শান্তিকামী দেশবাসীর পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সকল নীতি-নির্ধারকের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, ইতোমধ্যে জাতিসংঘের মহাসচিব, বিভিন্ন দেশের সরকার প্রধান, বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন নীতিনির্ধারকের কাছে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদ্যাপনের আহ্বান জানিয়েছি। এরই ধারাবাহিকতায় বিগত বছরগুলোর ন্যায় এ বছরও ২৩ নবেম্বর বাংলাদেশসহ পৃথিবীবাসীকে ‘হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস’ উদ্যাপনের আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, দেশের চলমান সামাজিক পরিবেশ উত্তপ্ত করতে কোন কোন পক্ষ উস্কানি ও সংঘাতযুক্ত আচরণ করছে। আবার কিছু ব্যক্তি ধর্ষণসহ নানাবিধ ঘৃণিত কর্মকাণ্ড করে সমাজ ও দেশকে অস্থিতিশীল করে তুলছে। এমতাবস্থায় কলহ-দ্বন্দ্ব-সংঘাত ও সন্ত্রাসসহ সকল অনৈতিক কর্মকাণ্ড রোধে সকলের মাঝে পাপবোধ জাগ্রত করতে কোন এক পক্ষকে বন্ধুত্বের বলয়ে আবদ্ধ হয়ে দেশের বিপথগামী মানুষকে সু-পথের আহ্বান করা জরুরী হয়ে পড়েছে। দেশের বিপথগামী মানুষকে সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ড পরিহার করে সু-পথে আসার আহ্বান জানাচ্ছি।
×