ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেজর ডালিমের চরিত্রে জীবন

প্রকাশিত: ২১:২৮, ২০ নভেম্বর ২০২০

মেজর ডালিমের চরিত্রে জীবন

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের নাম ১৫ আগস্ট। যে দিন স্বাধীনতার স্থপতিকে সপরিবারে হত্যা করা হয়। এই কালিমা কখনই মুছে যাওয়ার নয়। বেদনার এ স্মৃতি বার বার ফিরে আসে। স্মৃতি নানাভাবে ধরে রাখা হয়েছে সেলুলয়েডের পর্দায়। সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নুশংস হত্যাকাণ্ড এবং জাতীয় চার নেতার জেল হত্যা নিয়ে সরকারী অনুদানে নির্মিত হচ্ছে ‘বাংলাদেশ ফাইল’। শূটিং এর প্রয়োজনে বিভিন্ন ঐতিহাসিক লোকেশনে ধারণ করা হয়েছে। দেশের ঘৃণিত এই হত্যাকাণ্ডের অন্যতম কুলাঙ্গার মেজর ডালিম। অভিনেতা দেলোয়ার হোসেন জীবন এই মেজর ডালিম চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে জীবন জানান, ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত যে কোন কাজই চ্যালেঞ্জিং। তবে মেজর ডালিম চরিত্র আমার কাছে অনেক চ্যালেঞ্জিং। এর আগে বিভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছে। কিন্তু এ ধরনের চরিত্রে এবারই প্রথম। এর মধ্যে মেজর ডালিমের প্রতি এ দেশের মানুষের রয়েছে একরাশ ঘৃণা। চরিত্রে কতটুকু ফুটিয়ে তুলতে পারব জানি না। তবে চেষ্টার কোন ত্রুটি থাকবে না।
×