ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কমতে পারে এক টেস্ট

প্রকাশিত: ২৩:৪৮, ১৮ নভেম্বর ২০২০

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কমতে পারে এক টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। সে জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা চলছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই)। সবকিছু ঠিক থাকলে ৭ জানুয়ারি বাংলাদেশে আসতে পারে ক্যারিবীয়রা। আসার পর ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সফরকারীদের। এরপর স্বাস্থ্যবিধি মেনেই ঢাকা ও চট্টগ্রামে পুরো সিরিজটি আয়োজিত হবে। বিসিবি বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে। এই সফরে পূর্বসূচী অনুসারে ৩ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি২০ হওয়ার কথা। কিন্তু উভয় বোর্ড এখন আলোচনা করছে সিরিজের বিভিন্ন দিক নিয়ে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় দফা ধাক্কা লেগেছে সারাবিশ্বে। এ কারণে সিরিজের দৈর্ঘ্য কমিয়ে আনতে এক টেস্ট কমে যেতে পারে। এমন তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে সিডব্লিউআই এমন অনুরোধ করেছে। করোনার ধাক্কায় মার্চের পর থেকে আর কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ ক্রিকেট দল। বেশ কয়েকটি সিরিজ হয়ে গেছে স্থগিত। যার কারণে দীর্ঘদিন বাংলাদেশ দলের কোন আন্তর্জাতিক বিচরণ নেই। তবে আইসিসির ভবিষ্যত সফর পরিকল্পনার (এফটিপি) অংশ হিসেবে আগামী বছর জানুয়ারিতেই বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। খেলবে ৩ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি২০। ইতোমধ্যেই বিশ্বে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। আর বাংলাদেশ দল ফিরবে ক্যারিবীয়দের বিরুদ্ধেই দেশের মাটিতে খেলে। কিন্তু দ্বিতীয় দফায় বিশ্বে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। তাই কমে যেতে পারে সিরিজের একটি টেস্ট। এ বিষয়ে আকরাম বলেন, ‘ওরা বলছে টেস্টের সংখ্যা কমাতে। আমরা চেষ্টা করছি ঠিক রাখতে। প্রয়োজন হলে কমাব।’ এ বিষয়ে বিসিবির সিইও নিজামউদ্দিন বলেন, ‘ওরা (ওয়েস্ট ইন্ডিজ) একটা অনুরোধ করেছে। আমরা চেষ্টা করব বেশিরভাগ খেলার। একটা টেস্ট কমার সম্ভাবনা বেশি।’
×