ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্যারিস মাস্টার্স

চ্যাম্পিয়ন ড্যানিল মেদভেদেভ

প্রকাশিত: ২৩:৪৬, ১০ নভেম্বর ২০২০

চ্যাম্পিয়ন ড্যানিল মেদভেদেভ

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের শেষ সময়টা দুর্দান্ত কাটছিল আলেক্সান্ডার জেভরেভের। গত মাসে জার্মানির কোলনে টানা দুই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে এবার প্যারিস মাস্টার্সের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন জার্মান তারকা। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে আর পেরে ওঠেননি তিনি। তাকে হারিয়ে প্যারিস মাস্টার্সের চ্যাম্পিয়ন হলেন রাশিয়ান তারকা ড্যানিল মেদভেদেভ। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা ড্যানিল মেদভেদেভ রবিবার ফাইনালে ৫-৭, ৬-৪ এবং ৬-১ ব্যবধানে পরাজিত করেন জার্মানির আলেক্সান্ডার জেভরেভকে। অথচ একদিন আগের সেমিফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা রাফায়েল নাদালকে পরাজিত করে চমকে দিয়েছিলেন আলেক্সান্ডার জেভরেভ। যে কারণে ফাইনালে ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ছিল তার। কিন্তু শিরোপার লড়াইয়ে হেরে যান মেদভেদেভের কাছে। রাশিয়ান তারকা এদিন ২ ঘণ্টা ৭ মিনিট লড়াই করে পরাজিত করেন জেভরেভকে। জার্মান তারকার বিপক্ষে মেদভেদেভের এটা কেবল দ্বিতীয় জয়। এখন পর্যন্ত ৭বার একে অপরের মুখোমুখি হলেও দ্বিতীয়বারের মতো জেভরেভকে হারানোর স্বাদ পেলেন মেদভেদেভ।
×