ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে চার ডাকাত

প্রকাশিত: ২১:৫১, ১০ নভেম্বর ২০২০

সোনারগাঁয়ে চার ডাকাত

নিজস্ব সংবাদদাতা সোনারগাঁ থেকে জানান, সোনারগাঁয়ে পিরোজপুর গ্রামের রফিকুল ইসলামের খামারে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামের ইদ্রিস আলীর ছেলে তকবির, ছোট সাদিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে জুয়েল, রফিকুল ইসলামের ছেলে সুমন, শফিকুল ইসলামের ছেলে শুভ। রবিবার রাতে মোগরাপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি গরু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির খামার থেকে গত শুক্রবার গভীর রাতে ৯ টি ষাঁড় গরু ডাকাতি হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো নাটোরের রাজবাড়ি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ নবেম্বর ॥ করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকার ৭মাস পর দর্শনার্থীর জন্য খুলে দেয়া হয়েছে নাটোরের রাজবাড়ি। এখন থেকে আগের নিয়মেই দর্শনার্থীরা এই রাজবাড়িতে টিকেটের বিনিময়ে পরিদর্শন করতে পারবেন। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম। তিনি জানান, চলতি বছর মার্চ মাসে দেশে করোনা শনাক্ত হওয়ার পর গত ১৯ মার্চ থেকে নাটোর রাজবাড়িতে দর্শনার্থীর প্রবেশ বন্ধ করে দেয় জেলা প্রশাসন।
×