ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুবককে এসিড নিক্ষেপ

প্রকাশিত: ২১:৪০, ৮ নভেম্বর ২০২০

যুবককে এসিড নিক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৭ নবেম্বর ॥ শনিবার লুডু খেলাকে কেন্দ্র করে এসিড নিক্ষেপে মোঃ তামিম নামে এক যুবকের দেহ ঝলসে দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্ধ্যায় সবুজ নামে এক যুবককে গ্রেফতার করেছে। জেলার হোমনা উপজেলার লটিয়া গ্রামের বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, মোঃ তামিম এবং স্বর্ণকার সবুজ মিয়া প্রতি গেম পাঁচ শ’ টাকা করে বাজি ধরে শনিবার মোবাইলে লুডু খেলছিল। যে হারবে সে প্রতিপক্ষকে ওই টাকা দিতে বাধ্য থাকবে। সবুজের কাছে পর পর দুই গেম হেরে মোঃ তামিম এক হাজার টাকা দেনা হয়ে যায়। তামিম বাজির টাকা পরিশোধ না করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তামিম সবুজকে আঘাত করে দৌড়ে পালাতে চাইলে সবুজও তার স্বর্ণের দোকান থেকে এসিড নিয়ে পেছন থেকে নিক্ষেপ করে। ফ্রি মেডিক্যাল ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৭ নবেম্বর ॥ শনিবার মাগুরার শিশু ও চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, প্রকল্পের উদ্যোক্তা প্রফেসর ড. রশিদুল হাসান, ইনসেপ্টার উপ-মহাব্যবস্থাপক ( প্রশাসন ) জাহিদুল আলম, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল বক্তব্য রাখেন। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়োজনে ইনজিনিয়াস হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান ড. রশিদুল হাসান এ মেডিক্যাল ক্যাম্পের নেতৃত্ব দেন ও রোগী দেখেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাগুরার বিভিন্ন এলাকার ৫ শতাধিক রোগী বিনা মূল্যে চিকিৎসা সেবা নেন। শুক্রবার শ্রীপুর সরকারী কলেজে অনুরূপ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
×