ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রায়হানের মৃত্যু ॥ তদন্ত দু’সপ্তাহের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ

প্রকাশিত: ২৩:১৮, ৩ নভেম্বর ২০২০

রায়হানের মৃত্যু ॥ তদন্ত দু’সপ্তাহের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে পুলিশ হেফাজতে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত দুই সপ্তাহের মধ্যে শেষ হবে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ বিষয়ে পরবর্তী শুনানি ১৬ নবেম্বর পর্যন্ত মুলতবি করে আদালত। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ডিএজি ফেরদৌসী রুপার দায়েরকৃত রিট শুনানিতে অপরাগতা প্রকাশ করে সেটি তালিকা থেকে বাদ দিয়েছে আদালত। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। ডিএজি রুপার রিট তালিকা থেকে বাদ ॥ ঘুষ নিয়ে জামিন করানোর বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ডেপুটি ্এ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা। তবে অপারগতা প্রকাশ করে সেটি তালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
×