ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির উন্নয়ন ফি অর্ধেক কমল

প্রকাশিত: ২৩:১৮, ৩০ অক্টোবর ২০২০

ঢাবির উন্নয়ন ফি অর্ধেক কমল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিভাগীয় উন্নয়ন ফি ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) প্রশাসন। এর আগে উন্নয়ন ফি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিল ঢাবি ছাত্রলীগ। ঢাবি প্রশাসন বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জনকণ্ঠকে নিশ্চিত করেছেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলমান কোভিড মহামারী বিবেচনায় আমরা ২০১৯-২০ শিক্ষাবর্ষের উন্নয়ন ফি ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছি। গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফি সংক্রান্ত তিন দফা দাবি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। জাল সনদ চক্রের দু’জন আটক স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের অভিযানে ঢাকা থেকে জাল সনদ ও জাল সনদ তৈরির সরঞ্জামাদিসহ দুইজন আটক হয়েছে। তারা দীর্ঘদিন ধরে সকল স্তরের জাল সনদ, পরিচয়পত্র, জাল ভোটার পরিচয়পত্র, জাল প্রশংসাপত্র ও জাল দলিল তৈরি করে আসছিল। বুধবার রাতে র‌্যাব-১০ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর থানাধীন টাউন হল সরকারী মার্কেট এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ও বিভিন্ন সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের দুই সদস্য গ্রেফতার হয়।
×