ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরফান ও জাহিদের ১৪ দিনের রিমান্ড আবেদন

প্রকাশিত: ২২:৪৫, ৩০ অক্টোবর ২০২০

ইরফান ও জাহিদের ১৪ দিনের রিমান্ড আবেদন

কোর্ট রিপোর্টার ॥ সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে, ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে চকবাজার থানায় হওয়া দুটি মামলায় ১৪ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন অস্ত্র ও মাদক আইনে দুজনের বিরুদ্ধে দুটি করে চারটি মামলায় তাদের গ্রেফতার দেখানো এবং পুলিশ হেফাজতে নেয়ার আবেদন করেন। আগামী ২ নবেম্বর আলাদা দুটি আদালতে এসব আবেদনের ওপর শুনানি হবে। গত ২৭ অক্টোবর তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি করে চারটি মামলা দায়ের করে র‌্যাব। এর আগে র‌্যাব ইরফান সেলিমের বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন অনুমোদনহীন জিনিস জব্দ করে। এর মধ্যে দুটি অবৈধ বিদেশী অস্ত্র, একটি এয়ারগান ও বেশ কিছু বিদেশী মদ ও ইয়াবা রয়েছে। এছাড়াও ৩৮টি ওয়াকিটকি সেট ও তিনটি ভিএইচএফ (ভেরি হাই ফ্রিকোয়েন্সি) ওয়াকিটকি বেজ স্টেশন জব্দ করা হয়। অভিযানের পর ইরফান সেলিমকে মাদক সেবন ও বেআইনীভাবে ওয়াকিটকি রাখার দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ১৮ মাসের সাজা দিয়েছে। এছাড়াও ইরফানের দেহরক্ষী জাহিদকে বেআইনী ওয়াকিটকি ব্যবহারের জন্য ছয় মাস করে কারাদ- দেয়া হয়েছে। গত ২৫ অক্টোবর রাতে ধানম-িতে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেনেন্ট ওয়াসিম খানকে মারধর করেন সংসদ সদস্য হাজী সেলিমের গাড়িতে থাকা লোকজন। পরদিন ধানম-ি থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নৌবাহিনীর কর্মকর্তা। মামলায় ইরফান সেলিম, তার দেহরক্ষী জাহিদ, মদিনা ডেভেলপারসের প্রটোকল কর্মকর্তা এবি সিদ্দিক ও গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করা হয়। ওই মামলায় ইরফান ও তার দেহরক্ষীকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
×