ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মার্কিন সুপ্রীমকোর্টের বিচারক হিসেবে এ্যামি কোনির শপথ

প্রকাশিত: ২৩:৩৪, ২৮ অক্টোবর ২০২০

মার্কিন সুপ্রীমকোর্টের বিচারক হিসেবে এ্যামি কোনির শপথ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সপ্তাহ খানেক আগে সুপ্রীমকোর্টের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থী এ্যামি কোনি ব্যারেট। ৫২-৪৮ ভোটে রিপাবলিকানরা এই নতুন বিচারপতি নিয়োগ নিশ্চিত করেন। কোনি ব্যারেটের এই নিয়োগ সামনের দিনগুলোতে মার্কিন সুপ্রীমকোর্টে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে। খবর বিবিসি অনলাইনের। যুক্তরাষ্ট্রের নির্বাচনে সুপ্রীমকোর্টের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে নির্বাচনের এক সপ্তাহ আগে এ্যামি কোনি ব্যারেটের নিয়োগ ট্রাম্পের জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন সিনেট কর্তৃক সুপ্রীমকোর্টে বিচারপতি এ্যামি কোনি ব্যারেটের নিয়োগ চূড়ান্তকরণ নির্বাচনের এক সপ্তাহ আগেই ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বিজয়। নিয়োগ নিশ্চিত হওয়ার পরে সোমবার রাতেই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে শপথগ্রহণ করেন ৪৮ বছর বয়সী এ্যামি কোনি ব্যারেট। সুপ্রীমকোর্টের বিচারপতি ক্ল্যারেন্স থমাস তার নতুন সহকর্মীর শপথ পাঠ করান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই তাকে এ পদে মনোনয়ন দিয়েছিলেন। ক্ষমতা গ্রহণের পর থেকে এ নিয়ে সুপ্রীমকোর্টে ট্রাম্পের পছন্দের তিন বিচারপতি নিয়োগ পেলেন। সর্বশেষ এ্যামি কোনি ব্যারেটের নিয়োগের মধ্য দিয়ে বর্তমানে সুপ্রীমকোর্টে বিচারক প্যানেলে রক্ষণশীলরা ৬-৩ ব্যবধানে এগিয়ে গেল। এর আগে ২০১৭ সালে নেইল গরসাচ ও ২০১৮ সালে ব্রেট ক্যাভানোকে বিচারক হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। শপথগ্রহণ অনুষ্ঠানে ব্যারেটকে যুক্তরাষ্ট্রের একজন মেধাবী আইন বিশেষজ্ঞ হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ও সংবিধানের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন।
×