ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ার পাউবোর আবাসিক ভবন বেহাল

প্রকাশিত: ২১:০৬, ২৭ অক্টোবর ২০২০

কলাপাড়ার পাউবোর আবাসিক ভবন বেহাল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৬ অক্টোবর ॥ মহিপুর মৎস্য বন্দর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত অফিস ও আবাসিক জীর্ণদশার ভবনগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় ভবনগুলো ধসে প্রাণহানির শঙ্কা প্রকট হয়ে দেখা দিয়েছে। এ সংরক্ষিত এলাকা দখল করে কিছু টিনশেড স্থাপনা তোলা হয়েছে। বেহাত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পাউবোর কোটি কোটি টাকার সম্পত্তি। পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব অফিস ও স্টাফ কোয়ার্টার করার জন্য ষাটের দশকে মহিপুরে সাড়ে ছয় একর জমি অধিগ্রহণ করা হয়। নির্মাণ করা হয় অফিস, স্টাফ ও অফিসার্স কোয়ার্টার। ২০০০ সালের দিকে ওখানকার অফিস গুটিয়ে ফেলা হয়। প্রথমদিকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এই বিশাল এলাকার জমি ও নির্মিত ভবনগুলো। পরবর্তীতে জীর্ণদশার অফিসসহ একই দশার একাধিক আবাসিক ভবন দখল করে বর্তমানে ৮/৯টি পরিবারের প্রায় ৩০ সদস্য চরম ঝুঁকি নিয়ে বসবাস করে আসছে। ফলে জমি বেহাতের পাশাপাশি যে কোন সময় ভবন ধসে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। জীর্ণদশার আবাসিক কোয়ার্টার এবং অফিসের মধ্যে বহিরাগত ভাসমান পরিবারগুলো বসবাস করছে। এদের একজন নুরুন্নাহার জানান, তারা নিতান্ত দায় ঠেকে এখানে বসবাস করছেন। রাস্তা সংলগ্ন জীর্ণদশার একতলা ভবনটিতে এক ভিক্ষুক দম্পতি ছাড়া ব্যবসায়ী কালাম ও নুরজাহান দম্পতি সন্তানসহ চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এমনকি ভবনগুলোর মধ্যে মাদক সেবনকারী ও জুয়াড়ির রাত-দিন আড্ডা বসে। কেউ আবার দিয়ারা জরিপে কিছু সম্পত্তি তাদের নামে জরিপ করে নেয়। উত্তর দিকে এ জমিতে একাধিক টিনশেড স্থাপনা তোলা হয়েছে। ফলে দখলের পাশাপাশি ভবন ধসে প্রাণহানির আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, কিছু জমি স্থানীয় কয়েকজন নিজেদের ব্যক্তি নামে কিছু জমি জরিপ করে নিয়েছে। গেজেট বের হলে মামলা করে জমি উদ্ধার করা হবে। সেই সঙ্গে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে।
×