ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

হৃদরোগ ইনস্টিটিউটের ‘কার্ডিয়াক ক্যাথল্যাব জোন-২’ চালু

প্রকাশিত: ২৩:০৮, ২৩ অক্টোবর ২০২০

হৃদরোগ ইনস্টিটিউটের ‘কার্ডিয়াক ক্যাথল্যাব জোন-২’ চালু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন ‘কার্ডিয়াক ক্যাথল্যাব জোন-২’ চালু করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি ক্যাথল্যাবটির উদ্বোধন করেন। এতদিন হওয়া হাসপাতালটির উত্তর ব্লকের নিচতলায় পুরনো ক্যাথ ল্যাবে এনজিওগ্রাম পরীক্ষার পর রোগীদের রিং পরানো, পেস-মেকার স্থাপন, হার্টের ভাল্ব রিপেয়ারিংসহ প্রয়োজনীয় বাইপাস সার্জারি করে আসছে। নতুন ক্যাথল্যাব চালু হওয়ায় ক্যাথল্যাবভিত্তিক চিকিৎসা সেবা প্রদানের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পাবে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ মীর জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ এবিএম খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের(বিএমএ) যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কামরুল ইসলাম মিলন, স্বাচিপ, জাতীয় হৃদরোগ হাসপাতাল শাখার সভাপতি ড. কাজল কুমার কর্মকার প্রমুখ। করোনা মোকাবেলায় সরকারের নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের বিষয়টি তুলে ধরে জাহিদ মালেক বলেন, করোনা সঙ্কটকালে দেশের স্বাস্থ্যখাত করোনা মোকাবেলা করার পাশাপাশি অন্যান্য চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। একদিকে কোভিড নিয়ন্ত্রণ করতে হচ্ছে অন্যদিকে নন-কোভিড চিকিৎসা সেবা বৃদ্ধি করা নিয়েও কাজ চলছে। ইতোমধ্যেই ৮ বিভাগে ৮টি উন্নতমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজের কার্যক্রম শুরু করা হয়েছে। দেশের সকল হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজকে ৫ হাজার বেডে উন্নীত করা হচ্ছে। একইভাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে ৭০০ শয্যা থেকে খুব শীঘ্রই ১২০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। মানুষের চিকিৎসা সেবায় সুবিধা বৃদ্ধি করার জন্যই এসব কিছু করা হচ্ছে।
×