ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ইউরোপের দেশে দেশে নতুন বিধিনিষেধ

প্রকাশিত: ২২:৫৯, ২১ অক্টোবর ২০২০

ইউরোপের দেশে দেশে নতুন বিধিনিষেধ

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নতুন করে বিধিনিষেধ আরোপ শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। আর আক্রান্ত বৃদ্ধির জন্য কোয়ারেন্টাইনের নিয়ম যথাযথভাবে মেনে না চলাইকে দায়ী করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী-এ পর্যন্ত বিশ্বজুড়ে মারা গেছেন ১১ লাখ ২৬ হাজার ৯৪৫ জন। আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৯ লাখ ২৩ হাজার ৯১৯ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ৪ লক্ষ ৯৯ হাজার ৪৫৫ জন। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ইতালিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জনগণ যেন বিধিনিষেধ কঠোরভাবে পালন করেন সেজন্য মেয়রদের হাতে বেশ কিছু ‘ক্ষমতা’ দেয়া হয়েছে। ‘নতুন করে লকডাউন এড়াতে’ এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে টেলিভিশনে দেয়া এক ভাষণে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুসেপ্পি কন্তে। তিনি বলেন, রাত ৯টার পর কোন পাবলিক প্লেস যেন উন্মুক্ত না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য মেয়রদের ক্ষমতা দেয়া হয়েছে। এছাড়া রেস্টুরেন্টগুলো কখন চালু করা হবে এবং একসঙ্গে কতজনের বেশি মানুষ জড়ো হতে পারবেন না, সে বিষয়েও মেয়ররা নির্দেশনা দেবেন। টানা দুইদিন দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার কারণে নতুন করে বিধিনিষেধের পথে হাঁটল ইউরোপের দেশটি। করোনা মহামারি শুরুর পর ইউরোপের যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, ইতালি তার মধ্যে অন্যতম। দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ১৪ হাজার মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৬ হাজার ৫শ জনের বেশি। খবর বিবিসি, গার্ডিয়ান, আলজাজিরা ও এনডিটিভির। ৩ মাস পর দৈনিক মৃত্যু কম ভারতে ॥ চলতি মাসের শুরু থেকেই দৈনিক আক্রান্তের সংখ্যা কম। গত সপ্তাহ ধরেই ছিল ৭০ হাজারের কম। মঙ্গলবার ছিল ৫৬ হাজারের নিচে। গত দু’সপ্তাহ ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা রয়েছে ১ হাজারের কম। মঙ্গলবার তা ৬০০-র কম। যদিও দেশে যখন সক্রিয় রোগীর সংখ্যা কমছে, তখন কয়েকটি রাজ্যে বৃদ্ধিতে চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।
×