ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উয়েফা নেশন্স লীগ, করোনা আক্রান্ত রোনাল্ডোকে ছাড়াই সহজ জয় পর্তুগালের, ডেনমার্কের কাছে ইংল্যান্ডের হার

ফ্রান্সের কাছে হারই যেন নিয়তি ক্রোয়েশিয়ার

প্রকাশিত: ২৩:৫১, ১৬ অক্টোবর ২০২০

ফ্রান্সের কাছে হারই যেন নিয়তি ক্রোয়েশিয়ার

জাহিদুল আলম জয় ॥ বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হওয়া মানেই যেন ক্রোয়েশিয়ার হার। বিষয়টি অনেকটা অলিখিত নিয়মে পরিণত হয়েছে। সেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু। এরপর সবমিলিয়ে তিনবার ফরাসীদের মুখোমুখি হয়েছে ক্রোয়েটরা। আর প্রতিবারই হারের তেতো স্বাদ পেয়েছেন লুকা মডরিচ, পেরেসিচ, লোভরেনরা। এর মধ্যে রাশিয়া বিশ্বকাপের ফাইনাল আর চলমান উয়েফা নেশন্স লীগের প্রথম লেগের ম্যাচে প্যারিসে একই ব্যবধানে (৪-২ গোল) হেরেছে ক্রোয়েশিয়া। বুধবার রাতে জাগরেবে নেশন্স লীগের ফিরতি লেগের ম্যাচেও ফ্রান্স জিতেছে ২-১ গোলে। এবার ক্রোয়েটরা এটা ভেবে হয়তো স্বস্তি খুঁজে নেবে যে, আগের দুইবারের চেয়ে অন্তত দু’টি গোল কম হজম করেছে। বিশ্বচ্যাম্পিয়নদের কাছে টানা তিন হারে তাই হতাশ, বিমর্ষ বিশ্বকাপের রানার্সআপরা। সঙ্গত কারণেই মাঠে উপস্থিত প্রায় ৭ হাজার ক্রোয়েট সমর্থককে হতাশা সঙ্গী করে ঘরে ফিরতে হয়েছে। ‘এ৩’ গ্রুপের এই ম্যাচটা হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ক্রোয়েশিয়ার। গ্রুপের আরেক ম্যাচে করোনা আক্রান্ত হওয়া সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়াই সহজ জয় পেয়েছে পর্তুগাল। আসরের বর্তমান চ্যাম্পিয়রা ৩-০ গোলে হারিয়েছে সুইডেনকে। এই গ্রুপে চারটি করে ম্যাচ শেষে পর্তুগাল ও ফ্রান্স দু’দলেরই ভা-ারে জমা সর্বোচ্চ ১০ পয়েন্ট করে। তবে গোলগড়ে শীর্ষে আছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। এখন দল দু’টির মধ্যে গ্রুপের শীর্ষস্থানটি দখলের লড়াই হবে। গত সপ্তাহে প্যারিসে রোনাল্ডো-গ্রিজম্যানদের প্রথম লড়াই গোলশূন্য ড্র হয়েছে। ফিরতি ম্যাচে আগামী ১৪ নবেম্বর মুখোমুখি হবে দল দু’টি। ওই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে কোন্ দল আগামী বছর চার দলের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। জাগরেবে ফরাসী কোচ দিদিয়ের দেশম আগের ম্যাচ থেকে ৬টি পরিবর্তন করে মূল একাদশ সাজান। পল পোগবা ও অলিভার জিরুডের স্থানে মূল দলে জায়গা করে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের এন্থনি মার্শাল ও রিয়াল মাদ্রিদের ফুলব্যাক ফারল্যান্ড মেন্ডি। ম্যাচের অস্টম মিনিটে এ্যান্টোনিও গ্রিজম্যানের গোলে অবদান রাখেন মেন্ডি। তার ক্রসেই বার্সিলেনো ফরোয়ার্ড গ্রিজম্যান গোল করে ফ্রান্সকে এগিয়ে নেন। বিরতির পর ক্রোয়েশিয়া দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠা ক্রোয়েট ফরোয়ার্ডদের আটকাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে ফরাসী রক্ষণভাগকে। এরই ধারাবাহিকতায় ৬৪ মিনিটে অধিানয়ক লুকা মডরিচ ও বদলি খেলোয়াড় জোসিপ ব্রেকালোর সহযোগিতায় নিকোলা ভøাসিচ গোল করে ক্রোয়েটদের সমতায় ফেরান। সমতা ফেরানের স্বস্তি বেশিক্ষণ থাকেনি স্বাগতিকদের। ৭৯ মিনিটে তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে গোল করে ক্রোয়েটদের বিরুদ্ধে ফ্রান্সের জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন। বদলি হিসেবে খেলতে নামা পোগবা দারুন পাস দেন লুকাস ডিগনেকে। এভারটনের এই ফুলব্যাকের ক্রসে গোল করেন পিএসজি তারকা এমবাপে। দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে সপ্তাহের শুরুতে প্রীতি ম্যাচে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর গত সোমবার বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গেও নেশন্স লীগের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল পর্তুগাল। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ায় রোনাল্ডো জাতীয় ক্যাম্প ছেড়ে জুভেন্টাসে ফিরে গেছেন। যে কারণে ম্যাচটি পর্তুগালের জার্সি গায়ে টেলিভিশনে উপভোগ করেছেন সিআর সেভেন। সুদর্শন সুপারস্টারের খেলা দেখার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে। অধিনায়ক না থাকলেও পর্তুগাল পেয়েছে দাপুটে জয়। এক্ষেত্রে জোড়া গোল করে অসাধারণ ভূমিকা রাখেন এবার লিভারপুলে যোগ দেয়া তরুণ দিয়াগো জোটা। ম্যাচের ৪৪ ও ৭২ মিনিটে দুই গোল করেন তিনি। এর আগে পর্তুগালের হয়ে ২১ মিনিটে প্রথম গোল করেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বার্নাডো সিলভা। এই গোলটিও নিজে করতে পারতেন তরুণ জোটা। কিন্তু সিলভাকে দিয়ে করান তিনি। অর্থাৎ পর্তুগীজদের তিন গোলেই অবদান রাখেন আগামীর তারকা জোটা। ইতালি ও হল্যান্ডের মধ্যে ‘এ১’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গ্রুপের আরেক ম্যাচে বসনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে পোল্যান্ড। ‘এ২’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছে স্বাগতিক ইংল্যান্ড। গ্রুপের আরেক ম্যাচে স্বাগতিক আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে সফরকারী বেলজিয়াম।
×