ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাভার এক্সচেঞ্জের সব টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

প্রকাশিত: ২৩:২৩, ৮ অক্টোবর ২০২০

সাভার এক্সচেঞ্জের সব টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সাভার টেলিফোন বিভাগের আওতায় ৯ হাজার টেলিফোন নম্বর ৭ ডিজিট থেকে ১১ ডিজিটে রূপান্তর করা হচ্ছে। ১১ অক্টোবর মধ্যরাতের পর পর্যায়ক্রমে সাভার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও সাভার সেনানিবাস ও সংলগ্ন এলাকার টেলিফোন নম্বর সমূহ পরিবর্তন করা হবে। সাভার, সাভার সেনানিবাস, জাবি, ডেইরিফার্ম ও আশপাশের এলাকার ৭৭৪ ও ৭৭৯ গ্রুপের সাত ডিজিটের টেলিফোন নম্বর ০২২২৪৪৪, ০২২২৪৪৯ ও ০২২২৯০৯ গ্রুপের ১১ ডিজিটে পরিবর্তন করা হচ্ছে। জাবি, ডেইরিফার্ম ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকগণের জন্য জিয়াবিট প্যাসিভ আপটিক্যাল নেটওয়ার্ক (জিপিওএন) অপটিক্যাল ফাইবারের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সুবিধা থাকবে। ৮ ডিজিটের নতুন জিপিওএন নম্বর ২৪৪৪৪০০১ থেকে শুরু হবে। গ্রাহক একই জোনের ভেতরে যে কোন স্থানে টেলিফোন স্থানান্তর করলে তার টেলিফোন নম্বর অপরিবর্তিত থাকবে। তবে অন্য জোনে স্থানান্তর করলে শুধুমাত্র প্রথম ডিজিট অর্থাৎ জোন কোডটি পরিবর্তন হবে, বাকি সব ডিজিট একই থাকবে। বিটিসিএল থেকে বিটিসিএল, অন্য যেকোন অপারেটর কিংবা মোবাইল থেকে বিটিসিএল গ্রাহকের পরিবর্তিত ১১ ডিজিটের নম্বরে ডায়াল করতে হবে। প্রবাসীরা সাভারের নম্বরে কল করতে চাইলে ‘৮৮ ০২ ২২৪৪৪১০০০’ নম্বরে কল করতে হবে। অর্থাৎ বিদেশী কলের জন্য ১৩ ডিজিট চাপতে হবে। পরিবর্তিত নম্বরের তালিকা বিটিসিএল ওয়েবসাইট িি.নঃপষ.মড়া.নফ এ পাওয়া যাবে। এছাড়া, নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহককে ফোন কলের মাধ্যমে নতুন নম্বরটি জানিয়ে দেয়া হবে। গ্রাহকরা নম্বর পরিবর্তন বিষয়ে কোন তথ্যের জন্য বিটিসিএলের কল সেন্টার ‘১৬৪০২’ অথবা ডেপুটি জেনারেল ম্যানেজার (টেলিকম), সাভার কার্যালয়ে ০২-৭৭৪১০০০, ০২-৭৭৪২২৭৭ অথবা ০২-৭৭৪৬৮৮৮ নম্বরে অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা সরকারী ছুটির দিন ছাড়া) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। নম্বর পরিবর্তনের কারণে সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। -বিজ্ঞপ্তি
×