ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগে টানা চার জয়ে শীর্ষে এভারটন চেলসির বড় জয়, সিটির হোঁচট

প্রকাশিত: ২৩:২৮, ৫ অক্টোবর ২০২০

ইংলিশ প্রিমিয়ার লীগে টানা চার জয়ে শীর্ষে এভারটন চেলসির বড় জয়, সিটির হোঁচট

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে চেলসি বড় জয় পেলেও হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ঘরের মাঠ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে চেলসি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সফরকারী ক্রিস্টাল প্যালেসকে। আরেক ম্যাচে নবাগত লিডস ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করেছে অতিথি ম্যানচেস্টার সিটি। অন্যান্য ম্যাচে এভারটন ৪-২ গোলে ব্রাইটনকে ও নিউক্যাসল ইউনাইটেড ৩-১ গোলে হারিয়েছে বার্নলিকে। নতুন মৌসুমে এভারটন দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে। দলটি টানা চার ম্যাচ জিতে পূর্ণ ১২ পয়েন্ট ঝুলিতে ভরে এককভাবে তালিকার শীর্ষে অবস্থান করছে। তিন ম্যাচের প্রতিটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সাবেক চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে তিনে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে পাঁচে লিডস। তিন ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ম্যানসিটি অবস্থান করছে ২০ দলের মধ্যে ১১ নম্বরে। ঘরের মাঠে এভারটন দুর্দান্ত খেলে চার নম্বর জয় তুলে নিয়েছে। ম্যাচের ১৬ মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা কার্লভাট লুইন গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। এটি চলতি মৌসুমে লুইনের রেকর্ড নবম গোল। এর মধ্য দিয়ে ইপিএলে এভারটনের একমাত্র ফুটবলার হিসেবে মৌসুম শুরুর চার ম্যাচেই গোল করার রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের ২৩ বছর বয়সী এই উঠতি তারকা। ৪১ মিনিটে মুপাইয়ের গোলে সমতা ফেরায় ব্রাইটন। তবে তাদের স্বস্তি বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে মিনা গোল করে আবারও এভারটনকে এগিয়ে দেন। বিরতির পর কলম্বিয়ান তারকা জেমস রড্রিগুয়েজের জোড়া গোলে (৫২, ৭০) বড় জয় নিশ্চিত হয় এভারটনের। ম্যাচের শেষক্ষণে (৯০+২) বিসুমা গোল করে ব্রাইটনের হারের ব্যবধান শুধু কমিয়েছেন। আরেক ম্যাচে লিডসের বিরুদ্ধে ম্যাচের ১৭ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যেয়েও লিড ধরে রাখতে পারেনি ম্যানসিটি। বিরতির পর ৫৯ মিনিটে রডরিগো গোল করে লিডসকে সমতায় ফেরান (১-১)। এই স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। ম্যাচশেষে গার্ডিওলা বলেন, সবার জন্য এটা ছিল উপভোগ্য একটা ম্যাচ। আমি সেই সব ফুটবলারদের নিয়ে গর্বিত যারা ফুটবল উপভোগ করে এবং এই দেশে এসে অনেক বছর শীর্ষ পর্যায়ে খেলছে। আমরা বেশি কিছু করতে পারিনি। কারণ মার্সেলো বিয়েলসার সব দলের মতো বর্তমান দলও খুব ভাল।
×