ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো সবার জন্য দৃষ্টান্ত ॥ পিরলো

প্রকাশিত: ২৩:২৭, ৫ অক্টোবর ২০২০

রোনাল্ডো সবার জন্য দৃষ্টান্ত ॥ পিরলো

স্পোর্টস রিপোর্টার ॥ সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। জাতীয় ও ক্লাব দলে সমানতালে সাফল্য পেয়েছেন জুভেন্টাসের পর্তুগীজ মহাতারকা। এমন স্বর্ণসাফল্য এমনি এমনি আসেনি। কঠোর পরিশ্রম আর নিয়মানুবর্তিতার কারণেই সাফল্যকে বদলদাবা করেছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই বয়সেও ইউরোপিয়ান ফুটবলে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন সিআর সেভেন। সাফল্য ক্ষুধা এখনও সেই ক্যারিয়ার শুরুর দিনগুলোর মতোই। রোনাল্ডোর সাফল্যের পেছনের গল্প হচ্ছে প্রতিভার সঙ্গে পরিশ্রমের সমন্বয়। এখনও তিনি অনুশীলনে সবার আগে আসেন আর ফিরে যান সবার শেষে। বিষয়টি জানিয়েছেন জুভেন্টাসের কোচ আন্দ্রে পিরলো। এ প্রসঙ্গে ইতালিয়ান চ্যাম্পিয়ন দলের কোচ বলেন, রোনাল্ডো কঠোর পরিশ্রম করছে। সে অনুশীলনে সবার আগে আসে আর ফিরে যায় সবার শেষে। পিরলোর কথার যৌক্তিকতাও আছে। ইতোমধ্যে ইতালিয়ান সিরি’এ লীগের নতুন মৌসুমে খেলা দুই ম্যাচেই সাফল্য পেয়েছেন রোনাল্ডো। ৩ গোল করার পাশাপাশি এ্যাসিস্ট করেছেন এক গোলে। পিরলো বলেন, রোনাল্ডো দলে উদ্দীপনা নিয়ে এসেছে। আপনি তা মাঠেই দেখতে পাবেন। সে মৌসুমটা খুব ভালভাবে শুরু করেছে। আশাকরি মৌসুমের শেষ পযর্ন্ত সে ধারাবাহিকতা ধরে রাখবে। সাবেক ইতালিয়ান মিডফিল্ডারের চাওয়া, রোনাল্ডো প্রতিম্যাচে একটি বা দু’টি গোল করবেন। ২০১৮ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমান রোনাল্ডো। এখানে আসার পর মাঠে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মুখোমুখি আর হওয়া হয়নি। তবে এবার চ্যাম্পিয়ন্স লীগে মেসি-রোনাল্ডোর দল একই গ্রুপে পড়ায় আবারও দেখা হবে দু’জনের। আর এ নিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। এ লড়াই দেখতে মুখিয়ে আছেন বার্সিলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা রিভাল্ডো। অনেকেই মনে করেন, রোনাল্ডো বার্সা ছাড়ার পর মেসির পারফর্মেন্স আর আগের মতো নেই। তবে রিভাল্ডো মনে করেন, রোনাল্ডোর বিরুদ্ধে ম্যাচেই মেসির অভিযোগমুক্তির সুযোগ আছে। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী এ্যাটাকিং মিডফিল্ডার রিভাল্ডো বলেন, বার্সিলোনা ও জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লীগের ড্রয়ে একই গ্রুপে পড়েছে। আবারও মেসিকে রোনাল্ডোর বিরুদ্ধে খেলতে দেখাটা দারুণ ব্যাপার হবে। এটা টুর্নামেন্টের জৌলুস বাড়াবে।
×