ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর মোহাম্মদপুরে ‘শুদ্ধস্বর’ টুটুলকে হত্যাচেষ্টার ১০ জনের বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ১৯:২৪, ১ অক্টোবর ২০২০

রাজধানীর মোহাম্মদপুরে ‘শুদ্ধস্বর’ টুটুলকে হত্যাচেষ্টার ১০ জনের বিরুদ্ধে চার্জশীট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরে ‘শুদ্ধস্বর’ প্রকাশনা অফিসে ঢুকে প্রকাশক আহম্মেদ রশিদ চৌধুরী টুটুলকে হত্যাচেষ্টার মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ মোঃ জিয়াউল হকসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে আদালতে এ অভিযোগপত্র দাখিল করে ডিবি। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ সূত্র জানায়, আলোচিত এ হত্যাচেষ্টা মামলার ১০ আসামির মধ্যে ৮ জনই ডিবির পুলিশ গ্রেফতার করেছে। বাকি ২ জন পলাতক। আসামিরা হচ্ছে, মোঃ সুমন হোসেন পাটোয়ারী, হাফেজ মোঃ সবুর ওরফে সামাদ ওরফে রাজু, মইনুল হাসান শামীম, মোঃ রশিদ-উন-নবী ভুইয়া টিপু, মোঃ আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হোসেন সায়মন, মোঃ আরাফাত রহমান, মোঃ শেখ আব্দুল্লাহ ও মোঃ মর্তুজা ফয়সাল সাব্বির। পলাতক আসামি হচ্ছে, বহিষ্কৃত মেজর সৈয়দ মোঃ জিয়াউল হক ও মর্তুজা ফয়সাল সাব্বির। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত ও আসামিদের জবানবন্দির ভিত্তিতে অভিযোগপত্রে বলা হয়েছে, গ্রেফতাররা ঘটনার মূলহোতা পলাতক আসামি মেজর (বহিষ্কৃত) সৈয়দ মোঃ জিয়াউল হকের নাম প্রকাশ করে এবং নিজেদের জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে পরিচয় দেন। তদন্ত শেষে তদন্তে প্রাপ্ত জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের পলাতক আসামি জিয়াউল হক ও মর্তুজা ফয়সাল সাব্বিরসহ মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০১৫ সালের ৩১ অক্টোবর দুপুরে মোহাম্মদপুরে ‘শুদ্ধস্বর’ প্রকাশনা অফিসে অজ্ঞাত ৩-৪ জন দুষ্কৃতিকারী প্রবেশ করে টুটুলকে রামদা ও চাপাতি দিয়ে মাথায়, কপালে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। একই সঙ্গে টুটুলের সহকর্মী তারেক ও রনদিপম বসুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে গুলি করে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। ২০১৫ সালের ৩ নবেম্বর মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
×