ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাটকল চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ

প্রকাশিত: ১৫:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২০

পাটকল চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাষ্ট্রীয় পাটকল চালুর মাধ্যমে আধুনিকায়ন করা, বিনামূল্যে করোনা টেস্ট, চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান, ডিজিটাল আইন বাতিল করে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির আয়োজনে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আব্দুস ছাত্তার, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডাঃ মোহাম্মদ হারুন-অর রশিদ, জেলা কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ। বক্তারা বলেন, সারাবিশ্বে পাটের চাহিদা বেড়ে চললেও আমাদের দেশের ২৫টি পাটকল বন্ধ রয়েছে। এতে করে ৫০ হাজার পাটকল শ্রমিক, ৪০লাখ পাটচাষীসহ পাটকল ও পাট চাষের সাথে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত চার কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সবশেষে নগরীতে একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
×