ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএল ॥ ডি ভিলিয়ার্স হতে চান কোহলি

প্রকাশিত: ২৩:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২০

আইপিএল ॥ ডি ভিলিয়ার্স হতে চান কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলি। আধুনিক ক্রিকেটের অপার বিস্ময়। ৩১ বছর বয়সেই নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ভারত অধিনায়ক। আমিরাতে করোনাকালের আইপিএলে সেই তারই সময়টা ভাল যাচ্ছে না। তিন ম্যাচে ১৪, ১ ও ৩ রান করে আউট হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ক্যাপ্টেন। অথচ দীর্ঘ প্রায় সাত মাস পর মাঠে নেমে আলো ছড়াচ্ছেন আরসিবিতে তারই সতীর্থ এবি ডি ভিলিয়ার্স। খেলেছেন ৫১, ২৮ ও ৫৫ রানের ইনিংস। সর্বশেষ টাই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে সুপার ওভারে হারিয়েছে কোহলির ব্যাঙ্গালুরু, যেখানে মূল ম্যাচে ২৪ বলে ৪ চার ও সমান ৪ ছক্কায় অপরাজিত ৫৫ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন প্রোটিয়া তারকা। বিফলে যায় মুম্বাই তরুণ ইশান কিষাণের ৯৯ রানের ইনিংস। ‘আমি যদি এবি ডি ভিলিয়ার্সের মতো হতে পারতাম! দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থেকেও ও যেভাবে ব্যাটিং করছে যেসব শট নিচ্ছে তা এককথায় অসাধারণ। বিপক্ষের বোলাররা যতই ভাল বল করুক, সেই জায়গা থেকেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে ডি ভিলিয়ার্স। খেলার সময় নিজের শক্তিকে কাজে লাগায়। যে কোন পরিস্থিতিতে ও’ খুব শান্ত থাকে, আর এটাই ও’র সাফল্যের রসায়ন। ডি ভিলিয়ার্সের এই গুণগুলোই আমরা ও’র থেকে শিখতে চাই’ বলেন কোহলি। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকার টাই ম্যাচে সুপার ওভারে জয়সূচক রান নেয়া আরসিবি অধিনায়ক আরও যোগ করেন, ‘ভাষা হারিয়ে ফেলেছি। রোলার-কোস্টারের মতো ওঠা-নামা করছিল ম্যাচের ভাগ্য। জাসপ্রীতের (বুমরাহ) বিরুদ্ধে দারুণ একটা ম্যাচ খেললাম। এই জয় আমাদের টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস যোগাবে।’ ডি ভিলিয়ার্সের পাশাপাশি দেবদূত পাদিক্কাল (৫৪), এ্যারন ফিঞ্চের (৫২) আরও দুটি হাফ সেঞ্চুরিতে ২০১/৩ রান করে ব্যাঙ্গালুরু। জবাবে কিষাণ ও কাইরন পোলার্ডের (৬০*) ম্যারাথন দুটি ইনিংসে ২০১/-এ থামে রোহিত শর্মার মুম্বাই।
×