ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বন্ধ হচ্ছে আইসোলেশন সেন্টার

প্রকাশিত: ২১:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২০

চট্টগ্রামে বন্ধ হচ্ছে আইসোলেশন সেন্টার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের হার নিম্নমুখী। নমুনা পরীক্ষার জন্য সব ল্যাবও প্রতিদিন ব্যবহার করতে হচ্ছে না। এখন যে পরিমাণ আক্রান্ত শনাক্ত হচ্ছে তার চিকিৎসায় সরকারীভাবে যে ব্যবস্থা রয়েছে, তাই পর্যাপ্ত। ফলে একে একে বন্ধ হচ্ছে বেসরকারী ও ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত আইসোলেশন সেন্টার। সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৬ জন। নতুন করে কোন মৃত্যুর ঘটনা নেই। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সোমবারের প্রতিবেদন অনুযায়ী আগের দিন রবিবার মোট ৭২২টি নমুনা পরীক্ষা হয়। এতে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৬ জন, যা ৭ দশমিক ৭৫ শতাংশ। চট্টগ্রাম জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৬৯৫। এরমধ্যে ১৫ হাজার ৬২ জন সুস্থ হয়ে গেছেন। রবিবার কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে মৃতের সংখ্যা ২৯০ জনে স্থিত রয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি জানান, রবিবার মোট ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি ল্যাবে ৩৫৮ নমুনা পরীক্ষায় ৮, সিভাসু ল্যাবে ২৫ নমুনা পরীক্ষায় ৩, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১১৪ নমুনা পরীক্ষায় ১৫, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ল্যাবে ৭৪ নমুনা পরীক্ষায় ১৭ এবং বেসরকারী ইম্পেরিয়াল হসপিটালে ১২০ নমুনা পরীক্ষায় ১২ এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত মোট ৫৬ জনের বিরুদ্ধে ৪৮ জন মহানগর এলাকার এবং ৮ জন বিভিন্ন উপজেলার। এদিকে, রোগীর সংখ্যা কমতে থাকায় চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে চাপ কমেছে। মানবিক সহায়তা হিসেবে ব্যক্তি পর্যায়ে যে আইসোলেশন সেন্টার ও চিকিৎসাকেন্দ্রগুলো গড়ে তোলা হয়েছে সেগুলোও একে একে বন্ধ হচ্ছে। দুয়েকটি থাকলেও সেখানে রোগী নেই।
×