ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারি বর্ষণে জলাবদ্ধতা, নদীর পানি বাড়ছে ॥ দুর্ভোগে মানুষ

প্রকাশিত: ২২:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২০

ভারি বর্ষণে জলাবদ্ধতা, নদীর পানি বাড়ছে ॥ দুর্ভোগে মানুষ

জনকণ্ঠ ডেস্ক ॥ উজানের পানি ও বৃষ্টিপাতে দেশের কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে কোথাও কোথাও অকাল বন্যা দেখা দিয়েছে। বন্যায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। নওগাঁর প্রধান দুটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আত্রাই নদীর পানি তিনটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছয়দিনের ভারি বর্ষণে টাঙ্গন নদীর পানি বিপদসীমার ২২ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ধরলার পানি বিপদসীমার ২৮ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিতে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ বেড়েছে। আর মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতে জেলার অফিস আদালত জলাবদ্ধতার কবলে পড়েছে। চতুর্থ দফা বন্যায় নেত্রকোনায় আমন ও মাছ চাষীরা ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছেন।
×