ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্রেওনা টেইলর হত্যা

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০০:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২০

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

বর্ণবাদবিরোধী বিক্ষোভে এখনও উত্তাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক সিটি, লাস ভেগাস, লস এ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহর। কারফিউ উপেক্ষা করে শুক্রবার লুইসভিলে বিক্ষোভ করেন ক্ষুব্ধ আন্দোলনকারীরা। এছাড়াও, আটলান্টায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। স্থানীয় কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দিলে, তা অমান্য করে আন্দোলনকারীরা বিক্ষোভ অব্যাহত রাখায় পুলিশ তাদের ওপর চড়াও হয়। এ সময় ৭ বিক্ষোভকারীকে আটক করা হয় বলে জানা গেছে। খবর সিএনএন অনলাইনের। বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাসায়নিক গ্যাস ছোড়ার অভিযোগও আনে পুলিশ। কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেইলরকে হত্যার সঙ্গে জড়িত তিন পুলিশ কর্মকর্তার সবাইকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে গেল কিছুদিন ধরেই বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ছয় মাস আগে এক মাদক ব্যবসায়ীকে ধরতে পরিচালিত অভিযানে কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেইলরের মৃত্যুর ঘটনায় কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ না আনায় বিক্ষোভে ফেটে পড়েছে কেনটাকির লুইভিল। বুধবার রাতে শহরটির বিভিন্ন অংশে কয়েক হাজার বিক্ষোভকারীর প্রতিবাদের মধ্যেই দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ দুই কর্মকর্তার অবস্থাই আশঙ্কামুক্ত। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ব্রেওনা টেইলর হত্যাকাণ্ডে পুলিশ সদস্যদের অভিযুক্ত করা হবে কিনা, এ বিষয়ক সিদ্ধান্ত ঘোষণার আগেই শহরটিতে জরুরী অবস্থা জারি করা হয়েছিল। পরিস্থিতি মোকাবেলায় বুধবার সেখানে ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়। কেনটাকির গবর্নর এ্যান্ডি বেশির পরে বিক্ষোভকারীদের বাড়ি ফিরে যেতে অনুরোধ জানান। আমরা জানি, সহিংসতার জবাব কখনই সহিংসতা হতে পারে না। আমরা এখন ওই দুই কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের কথা ভাবছি। আমি সবার প্রতি অনুরোধ করছি দয়া করে বাড়ি ফিরে যান।
×