ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জবিতে যৌন নিপীড়ক শিক্ষক স্বপদে বহাল, সুষ্ঠু তদন্ত ও বিচার নিয়ে প্রশ্ন

প্রকাশিত: ২৩:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২০

জবিতে যৌন নিপীড়ক শিক্ষক স্বপদে বহাল, সুষ্ঠু তদন্ত ও বিচার নিয়ে প্রশ্ন

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষক আব্দুল হালিম প্রামাণিক একাধিক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত হওয়া সত্ত্বেও তাকে স্বপদে বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। যদিও কিছু শাস্তির আওতায় তাকে আনা হয়েছে। তারপরও সুষ্ঠু তদন্ত ও বিচার নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮২তম সিন্ডিকেটে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শিক্ষক হালিম প্রামাণিকের ৮ বছর পদোন্নতি স্থগিত করে। এছাড়া অন্য শাস্তির মধ্যে রয়েছে ১০ বছর প্রশাসনের দায়িত্ব থেকে অব্যাহতি ও নিজ কোর্সের বাইরে তিনি ক্লাস-পরীক্ষা-মূল্যায়ন করতে পারবেন না। তবে বিচার চলাকালীন তিন বছর তার শাস্তির মধ্যে বিবেচ্য হবে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এমন সিদ্ধান্তে খুশি নয় ভুক্তভোগী শিক্ষার্থীরা। তাদের অবস্থান জানাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেছেন তারা। তবে উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আর করার কিছু নেই। এ ঘটনায় ২ তদন্ত কমিটির তদন্ত শেষে সিন্ডিকেটে বক্তব্য উপস্থাপন করে রিভিউ কমিটি। রিভিউ কমিটির দাবি, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়নি; তবে এ ধরনের অভিযোগ অমূলক নয়। রিভিউ কমিটির বক্তব্যের অস্পষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন সিন্ডিকেট সদস্যরা। তবে রিভিউ কমিটির বক্তব্য ও সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রথম তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয় যৌন নীপিড়ন প্রতিরোধ সেলের দায়িত্বে থাকা অধ্যাপক ড. হেলেনা পারভীন।
×