ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডব্লিওএইচওর টিকা পরিকল্পনায় ৬০টির বেশি ধনী দেশ

প্রকাশিত: ২৩:৪৯, ২৩ সেপ্টেম্বর ২০২০

ডব্লিওএইচওর টিকা পরিকল্পনায় ৬০টির বেশি ধনী দেশ

দরিদ্র দেশগুলোতে করোনাভাইরাসের ভ্যাকসিন সহজলভ্য করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) কর্মসূচীতে যোগ দিয়েছে বিশ্বের ৬০টিরও বেশি সম্পদশালী দেশ। তবে সোমবার প্রকাশিত এ তালিকায় যুক্তরাষ্ট্র ও চীনের নাম নেই। গ্লোবাল ভ্যাকসিন এলায়েন্স গ্রুপ (গাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশন্স (সিইপিআই) এর সঙ্গে যৌথ উদ্যোগে কোভিড-১৯ এর ভবিষ্যত ভ্যাকসিনের ন্যায়সঙ্গত বণ্টনের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি কৌশল প্রণয়ন করেছে। কিন্তু কোভ্যাক্স নামের এই কৌশল প্রণীত হলেও এটি তহবিল সঙ্কটে ভুগছিল। এ অবস্থায় ডব্লিওএইচও গত সপ্তাহে ধনী দেশগুলোকে এগিয় আসতে উৎসাহিত করে। এ পর্যন্ত ৬৪ ধনী দেশ এতে যোগ দেয় এবং আরও ৩৮ দেশ যোগ দেবে বলে জানা গেছে। তিন সংস্থা এক যৌথ বিবৃতিতে এ কথা জানায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প অব্যাহতভাবে ডব্লিওএইচও’র সমালোচনা করে যাচ্ছেন। তার ঘোষণা মতে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়াও চলছে। এ তালিকায় যুক্তরাষ্ট্র নেই। এছাড়া মহামারী করোনা উদপত্তির দেশ চীনও তালিকায় নেই। -এএফপি
×