ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রায়পুরে ১০ টাকার চাল না পেয়ে দরিদ্রদের বিক্ষোভ

প্রকাশিত: ২১:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২০

রায়পুরে ১০ টাকার চাল না পেয়ে দরিদ্রদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, ২২ সেপ্টেম্বর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে ১০ টাকা কেজি দরে চালের কার্ডধারীরা মঙ্গলবার ইউএনও ও বামনী ইউপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। এতদিন ১০ টাকা কেজি দরের চালের কার্ডধারীরা চাল পেলেও অদৃশ্য কারণে চলতি সেপ্টেম্বর মাসের চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। তাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডিলারদের কারসাজিতে তাদের চাল দেয়া হয়নি। অসহায় আবুল কাশেম, তৌহিদ, মোঃ মুরাদ, আকলিমা ও মনোয়ারাসহ কয়েকজন জানান, গত ৪ বছর ধরে বছরে দুইবার ১০ টাকা করে ৩০ কেজি চাল পেয়ে আসছিলাম। মঙ্গলবার সকালে বাংলাবাজার এলাকায় চালের ডিলার সাবেক ইউপি চেয়ারম্যান আনছার উল্লার কাছে গেছে তিনি আমাদের কার্ড বাতিল করা হয়েছে বলে ১৬৬ জনকে বিদায় করে দেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠকর্মী রিংকন সরেজমিন না গিয়ে ইউনিয়নের একটি ঘরে বসে মনগড়া তালিকা করে আমাদের নাম বাদ দিয়েছে। তাই সবাই ইউএনও’র কাছে অভিযোগ করেছি। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
×