ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভুতুড়ে বিদ্যুত বিল বন্ধের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

প্রকাশিত: ২০:২৫, ২১ সেপ্টেম্বর ২০২০

ভুতুড়ে বিদ্যুত বিল বন্ধের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ উত্তরাঞ্চলে বিদ্যুত বিপণন সংস্থা নেসকোর (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) গ্রাহক সেবার মান বৃদ্ধি, ভোল্টেজ ওঠা নামা বন্ধ, ও ভুতুড়ে বিলের প্রতিবাদে রাস্তায় নেমেছে গ্রাহকরা। রবিবার বেলা ১১টায় রাজশাহীর নেসকো প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী থেকে এসব দাবি করা হয়। নেসকো গ্রাহক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে দাঁড়িয়ে বক্তারা বলেন, করোনা পরিস্থিতির মাঝেও নেসকো লুটে খাচ্ছে সবাইকে। প্রতিমাসেই বিদ্যুত বিল দুই থেকে তিনগুণ বাড়িয়ে দেয়া হচ্ছে। আর গ্রাহকরা তাদের ঘরে বসে বানানো বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। বিদ্যুত বিলে প্রায় অসঙ্গতি দেখা দেয়ায় গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন। যারা দাবি নিয়ে বিদ্যুত অফিসে যোগাযোগ করছেন তাদের বিল কমিয়ে দেয়া হচ্ছে। তবে সবাই বিদ্যুত অফিসে অসতে চান না। তারা বাধ্য হয়েই অতিরিক্ত বিল পরিশোধে বাধ্য হচ্ছেন। এভাবে চলতে পারে না বলেও দাবি করেন গ্রাহকরা। তারা বলেন, এখন বাসা ভাড়া ও বিদ্যুত বিল প্রায় সমান হয়ে গেছে। করোনা পরিস্থিতিতে বাসা ভাড়া দেয়া কঠিন সেখানে স্বাভাবিক বিলের দুই তিনগুণ বেশি টাকা পরিশোধ করা কোনভাবেই সম্ভব হচ্ছে না। মানববন্ধনে বিদ্যুত বিলের কাগজ হাতে যোগ দেয়া নগরীর নওদাপাড়া আম চত্বরের গৃহিণী আয়েশা বেগম জানান, আগস্ট মাসে তার বিদ্যুত বিল আসছে ৪ হাজার ৭১১ টাকা। অথচ আগের মাসের বিল ছিল ২ হাজার ৫২৩ টাকা। প্রতি মাসে একই রকমভাবে বিদ্যুতবিল বাড়িয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মানববন্ধন কর্মসূচীতে অন্যদের মধ্যে নগর যুব মৈত্রী সভাপতি মনিরুজ্জামান মনি, এ্যাডভোকেট লিসা আঞ্জুমান, হেল্প পিউপল সভাপতি আল রশিদ রাহি প্রমুখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী পরিবেশ আন্দোলনের আহ্বায়ক মাহাবুব টুংকু।
×