ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামীকাল সাময়িকী ‘হোয়াইটবোর্ড’উদ্বোধন করবেন রাদওয়ান মুজিব সিদ্দিক

প্রকাশিত: ১৯:২৮, ১৯ সেপ্টেম্বর ২০২০

আগামীকাল সাময়িকী ‘হোয়াইটবোর্ড’উদ্বোধন করবেন রাদওয়ান মুজিব সিদ্দিক

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের গবেষণা উইং সিআরআই নিয়ে আসছে বিশেষ সাময়িকী ‘হোয়াইটবোর্ড’। আগামীকাল সন্ধ্যা ৬টায় ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ ম্যাগাজিনের উদ্বোধন করবেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। পত্রিকাটি দেশের নীতিনির্ধারণী বিষয়ক নির্মোহ এবং সার্বিক পর্যালোচনা করবে। যার প্রধান সম্পাদক হিসেবে থাকবেন রাদওয়ান মুজিব সিদ্দিক। উদ্বোধনের অংশ হিসেবে আগামীকাল সন্ধ্যা ৬ টায় থাকছে মুজিব সিদ্দিক পরিচালিত একটি ওয়েবিনার, যেখানে অংশ নেবেন সম্পাদকমন্ডলী। প্রথম সংখ্যাটিতে থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত নীতিমালা যার মাধ্যমে জাতি পেয়েছিল পরবর্তী উন্নয়নের রুপরেখা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা সংখ্যাটি প্রকাশিত হওয়ার কথা ছিল তাঁর জন্মমাস মার্চে। কিন্তু করোনার ছোবলে কারণে স্থগিত রাখা হয়েছিল। বর্তমান এবং ভবিষ্যৎ নীতিনির্ধারকবৃন্দ এ সংখ্যা থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার আলোকবর্তিকা খুঁজে পাবে এমন আশা ব্যক্ত করেছেন সিআরই কর্মকর্তাবৃন্দ। তারা জানিয়েছেন, এই সংখ্যাটির প্রয়াস থাকবে পঁচাত্তর পরবর্তী সময়ে বঙ্গবন্ধু বিষয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে একটি নির্মোহ সত্যনিষ্ঠ উপস্থাপন। বঙ্গবন্ধু শব্দটি শুনলেই আমাদের প্রথম যে বিষয়টি মাথায় আসে সেটি হল ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং স্বাধীনতার অবিসংবাদিত নেতৃত্ব। এসব ক্যারিশম্যাটিক অর্জনের আড়ালে যেটা ঢাকা পরে যায় সেটি হল তাঁর পলিসিবিষয়ক দূরদর্শিতা এবং সফলতা। এই আড়ালে থাকা বিষয়গুলোই নির্মোহভঙ্গিতে প্রকাশিত হবে এই সংখ্যায়। যারা সংখ্যাটিতে কাজ করছেন তাদের সবাই বঙ্গবন্ধু সম্পর্কে গবেষণা বা লেখালেখির ক্ষেত্রে অনন্য উদাহরণ রেখেছেন। ইতোমধ্যেই সিআরআই জাতির জনকের অজানা দিকগুলোকে নিয়ে প্রকাশ করেছে ‘মুজিব গ্রাফিক নভেল’। কমিক স্টাইলে নির্মিত বইটি দেশে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ঐতিহাসিক তথ্য উপস্থাপনের। হোয়াইটবোর্ড এর পরবর্তী সংখ্যাগুলো আলোকপাত করবে বাংলাদেশের নীতিনির্ধারণী বিষয়ক অন্যান্য দিকগুলো নিয়ে যা খুব সময়েই আলোচিত হয়েছে বা সঠিকভাবে উপস্থাপিত হয়েছে। হায়াইটবোর্ডের সহ-সম্পাদক সৈয়দ মফিজ কামাল বলছিলেন, বাংলাদেশের নীতিনির্ধারণী জগতে নতুন ধারণা সংযোজন করবে এই পত্রিকাটি। পত্রিকাটি প্রকাশিত হওয়ামাত্র এর গুনগত মান আপনারা নিজের চোখেই দেখে নেবে। মুক্তিযুদ্ধের পর ক্ষতবিক্ষত এক দেশকে দারিদ্র্যসীমা থেকে বের করে ক্রমাগত উত্তরণের পথে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণয়ন করেছিলেন বিভিন্ন নীতি, সদ্য স্বাধীন দেশের জন্য স্থির করেছিলেন সুনির্দিষ্ট লক্ষ্য। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার পথে আগামীর নীতি নির্ধারকদের জন্য বঙ্গবন্ধুর সেসব নীতি-লক্ষ্য আর ভবিষ্যৎ কর্মপন্থাকে নতুনভাবে উপস্থাপন করবে 'হোয়াইটবোর্ড'। সিআরআইয়ের ভাষায়, এ ম্যাগাজিন হবে ভবিষ্যতের নীতি নির্ধারকদের জন্য ‘বাতিঘর’। প্রকাশকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু যেভাবে তার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করেছিলেন বাংলাদেশের জন্য, তা সাবিস্তরে তুলে ধরা হয়েছে এ ম্যাগাজিনে। আজকের নীতি নির্ধারকরা তা অনুসরণ করে নিজেদের লক্ষ্য ঠিক করে নিতে পারে...। হোয়াইটবোর্ডের প্রথম সংখ্যার মুখবন্ধ লিখেছেন রাদওয়ান মুজিব সিদ্দিক, অর্থনীতিবিদ রেহমান সোবহান, বিশ্লেষক-সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং একাত্তরে বাংলাদেশের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস।
×