ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে স্কুলশিক্ষক খুন

প্রকাশিত: ২০:০৮, ৭ সেপ্টেম্বর ২০২০

শ্রীপুরে স্কুলশিক্ষক খুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে পূর্ব বিরোধের জেরে এক স্কুলশিক্ষক খুন হয়েছেন। রবিবার পুলিশ নদীর পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের নাম- রাসেল মিয়া (২৯)। তিনি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গভীরাপাড়া এলাকার সুজন মিয়ার ছেলে। রাসেল স্থানীয় বারতোপা এলাকার শিশু কানন একাডেমি নামের একটি স্কুলে শিক্ষকতা করতেন। শ্রীপুর থানার এসআই রফিক জানান, শনিবার রাতে বাড়ির পাশর্বর্তী বাজার থেকে কয়েক ব্যক্তি রাসেলকে ডেকে নিয়ে যায়। এরপর হতে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরদিন রবিবার সকালে বিলাইঘাটা এলাকায় লবলং সাগর নামের নদীর পাড়ে রাসেলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের চাচাত ভাই শরাফত আলী জানান, জমি নিয়ে বিরোধের জেরে রাসেলকে প্রতিবেশী আবু বকর মণ্ডল ওরফে বাক্কা মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল ও তার লোকজন ডেকে নিয়ে খুন করেছে। নাটোরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে স্বজনদের হাতে খুন হলেন শিল্পী খাতুন (৫৫) নামে এক গৃহবধূ। রবিবার সকালে উপজেলার চৌগ্রাম মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শিল্পী খাতুন উপজেলার চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত ইদ্রিস আলী মণ্ডলের স্ত্রী। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে। এলাকাবাসী জানান, চৌগ্রাম মণ্ডলপাড়া এলাকায় ৬ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে অংশীদারদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই পক্ষকেই জমিতে যেতে নিষেধ করে। কিন্তু পুলিশের সে নির্দেশ অমান্য করে রবিবার সকালে চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রবি মণ্ডল জমিতে গিয়ে চাষ শুরু করে। শিল্পী খাতুন ও তার দুই বোন জমিতে গিয়ে চাষ করতে বাধা দেয়। এ সময় রবি মণ্ডলের নেতৃত্বে আইয়ুব, তৌফিকুল, বিলাশ, বজুসহ ৮/১০ জন ধারালো অস্ত্র নিয়ে শিল্পী খাতুন ও তার বোন লাভলীর ওপর চড়াও হয়। পরে তারা শিল্পীর পেটে ডেগার মারলে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে গুরুতর আহত অবস্থায় আহত দুজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিল্পী খাতুনকে মৃত ঘোষণা করেন। দিনাজপুরে শিক্ষার্থী স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, নবাবগঞ্জ উপজেলায় শালখুরিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্র মোঃ আবু মুসাকে (১১) নির্যাতন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে মাদ্রাসাটির অদূরে একটি খাল থেকে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে। নিহত আবু মুসা উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোঃ শাহিন ইসলামের ছেলে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, রবিবার সকালে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের ইউনিয়ন ভবনের পাশে শালখুরিয়া এতিমখানা মাদ্রাসার অদূরে একটি খালের পাশে আবু মুসার লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মৃতদেহের হাতে কব্জির মাংস অনেকটা ছিঁড়ে গেছে। নখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সোনারগাঁয়ে এনজিও কর্মী নিজস্ব সংবাদদাতা সোনারগাঁ থেকে জানান, সোনারগাঁয়ে বারদী এলাকায় ব্যুরো বাংলাদেশ এনজিও’র ফিল্ট কর্মী সাজেদুর ইসলামকে (৩৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাজেদুল ইসলাম টাঙ্গাইল জেলার মগদা ইউনিয়নের মীরপুর গ্রামের মৃত আব্দুর সাত্তার মিয়ার ছেলে। রবিবার দুপুর ১টার দিকে বারদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে আব্দুল হান্নানের বাড়িতে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার সকালে ব্যুরো বাংলাদেশ একটি এনজিও’র কর্মী সাজেদুল ইসলাম তার আঞ্চলিক অফিস বারদী নেছারিয়া আলিয়া মাদ্রাসার পাশে রফিকের বাড়ি থেকে সকালে ৫০ হাজার টাকা নিয়ে সামসুদ্দিনের বাড়িতে গিয়ে তাদের গ্রাহকের ক্ষুদ্র ঋণ দিয়ে অফিসে চলে আসেন। বেলা ১২টার দিকে তিনি আবারও গ্রাহকের কাছ থেকে ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা আনতে আব্দুল হান্নানের বাড়িতে যান। পরে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে লাশ হান্নানের একটি টিনের ঘরের চকিতে রেখে পালিয়ে যান। টাঙ্গাইলে লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, নাগরপুরে অজ্ঞাত এক তরুণীর (২২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়ার ধলেশ্বরী নদীর মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে স্থানীয় লোকজন নৌকায় নদীতে মাছ ধরতে গেলে অজ্ঞাত তরুণীর লাশ নদীতে বাঁশের সঙ্গে আটকা থাকা অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ফরিদপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার জুংগরদী গ্রামের সৌদি প্রবাসী স্বামী আলামিন মুন্সীর বাড়ি থেকে তার স্ত্রী শামছুন নাহারের (২০) লাশ উদ্ধার করা হয়। সে বরিশালের গৌরনদী উপজেলার শ্রীনদী গ্রামের নান্নু খালাসির মেয়ে। শামছুন নাহারের শ্বশুর সিরাজ মুন্সী জানান, রাতে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি শামছুন নাহার গলায় ওড়না পেঁচিয়ে বারান্দায় আড়ার সঙ্গে ঝুলছে। পরে আমার চিৎকারে প্রতিবেশীরা এসে মাটিতে নামিয়ে দেখি ও মারা গেছে। নগরকান্দা থানার ওসি তদন্ত মিরাজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে।
×