ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অব্যবহৃত জমিতে গড়ে উঠতে পারে আয়বর্ধক প্রকল্প

প্রকাশিত: ২১:১২, ২ সেপ্টেম্বর ২০২০

চট্টগ্রামে অব্যবহৃত জমিতে গড়ে উঠতে পারে আয়বর্ধক প্রকল্প

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর ও রেলের বিপুল পরিমাণ অব্যবহৃত ভূমির একটি বড় অংশ অবৈধ দখলদারদের হাতে। বেহাত হয়ে যাওয়া এ ভূমি উদ্ধার করে বিনোদনসহ আয়বর্ধক প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠকে এ অভিমত রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন। চসিক প্রশাসক বলেন, কর্ণফুলীর তীরবর্তী বা ভরাট হয়ে যাওয়া অংশ যেগুলোর মালিকানা বন্দর ও জেলা প্রশাসনের সেগুলোরও অধিকাংশ জায়গা বেদখল হয়ে আছে। ফলে চট্টগ্রাম বন্দরের প্রাণশক্তি কর্ণফুলী নদী বিপন্ন। রেল ও বন্দরের যে সব জায়গা অব্যবহৃত যা অবৈধ দখলদারদের হাতে সেগুলো পুনরুদ্ধার করে জেলা প্রশাসনের সঙ্গে পার্ক ও বিনোদনকেন্দ্র ও আয়বর্ধক প্রকল্প গ্রহণ করতে পারে। এ ব্যাপারে জেলা প্রশাসন উদ্যোগী হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করে যাবে। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ^াস প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন, আবু সিদ্দিক, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন।
×