ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ২৩:১০, ১ সেপ্টেম্বর ২০২০

আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক সেনাশাসক জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এই দলটি তিনবার দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ১৯৮১ সালে জিয়ার মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি ১৯৯১ সাল এবং ২০০১ সালে ক্ষমতায় আসে। এদিকে প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে দলের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী নেয়া হয়েছে। সকালে দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবেন। ১১টায় শেরে বাংলানগরে অবস্থিত মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিএনপির যারা মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া নেতা-কর্মীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিএনপি দেশ ও মানুষের উন্নয়ন এবং বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছে। বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহান দিনে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের দলকে আরও গতিশীল করার ক্ষেত্রে মনেপ্রাণে কাজ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোন বিকল্প নেই। বাণীতে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেআইনী কাজ করতে বাধ্য করা হচ্ছে। এ জন্য সমাজে বিপজ্জনক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ‘দেশ আজ দুঃশাসনকবলিত। এর ওপর করোনা মহামারীর আক্রমণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আতঙ্ক ও ভয়ের মধ্যে দিনাতিপাত করছে মানুষ। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্যসঙ্গী। আইন, বিচার ও প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। দেশে খুন, নারী-শিশু নির্যাতন, অপহরণ ও গুপ্তহত্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ, সেখানে মানুষের জানমালের কোন নিরাপত্তা থাকতে পারে না। জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে হয়রানির খড়্গ ঝুলিয়ে রাখা হয়েছে। খালেদা জিয়া প্রতিহিংসার শিকার। খালেদাকে গণতন্ত্রের প্রতীক এবং জনগণের নাগরিক ও বাক্-ব্যক্তি স্বাধীনতার পক্ষে প্রধান কণ্ঠস্বর বলে উল্লেখ করে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দেশবাসীকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আন্দোলনের অংশ হিসেবে বিএনপি উপনির্বাচনে যাচ্ছে- রিজভী ॥ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলনের অংশ হিসেবে বিএনপি পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান হাবিব মনোনয়ন ফরম জমা দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
×