ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবি টিএসসিসি

উপপরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ২৩:৩১, ২৬ আগস্ট ২০২০

উপপরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) উপ-পরিচালক রাকিবুল হাসান রবিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ নিয়ে ভুক্তভোগী তার ফেসবুক আইডিতে স্ট্যাটাসও দিয়েছেন। অভিযুক্ত রবিন টিএসসিসির সঙ্গীত বিভাগের প্রশিক্ষকের দায়িত্বে আছেন। মঙ্গলবার সকালে উপাচার্যের দফতরের কর্মকর্তা মীর শাহজাহান আলী অভিযোগপত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির উপ-পরিচালক রাকিবুল হাসানের বিরুদ্ধে এক তরুণী ও তার বাবা-মা লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে। ভুক্তভোগী ছাত্রী দাবি করেন, ১২ বছর বয়সে প্রথম তিনি রাকিবুল হাসান রবিনের নিপীড়নের শিকার হন। এরপর ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। কিন্তু সে সময় ন্যায়-অন্যায় বোঝার জ্ঞান ও সাহস না থাকায় তিনি কাউকে বিষয়টি বলতে পারেননি। এ বিষয়ে ভুক্তভোগীর মা (রাবি শিক্ষক) বলেন, রবিন বিশ্ববিদ্যালয়ে কর্মরত, আমিও এখানকার শিক্ষক। তাই বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে তার বিচার হোক, সেজন্য উপাচার্য বরাবর অভিযোগ দিয়েছি। টিএসসিসির পরিচালক অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, অভিযোগের বিষয়ে জেনেছি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে অভিযোগ করলে সেটি সেখানেই বিচার হবে।
×