ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিয়াল্লিশ শিল্পীর শতাধিক শিল্পকর্মের প্রদর্শনী

প্রকাশিত: ২৩:১৩, ২৫ আগস্ট ২০২০

বিয়াল্লিশ শিল্পীর শতাধিক শিল্পকর্মের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ সমকালীন বিষয়কে উপজীব্য করে সৃজিত হয়েছে শিল্পকর্মগুলো। উপস্থাপিত হয়েছে বিবিধ বিষয়। কিছু কাজে রয়েছে নিরীক্ষার প্রতিচ্ছবি। চিত্রকর্ম থেকে ভাস্কর্যে সজ্জিত হয়েছে বৈভবময় শিল্পসম্ভার। ঘটেছে শতাধিক শিল্পকর্মের সম্মিলন। শিল্পকর্মগুলো মেলে ধরেছে বিয়াল্লিশ শিল্পীর শ্রমের ফসল। নাগরিক জীবনের নানা অনুষঙ্গের পাশাপাশি কল্পনার আশ্রয়ে মূর্ত ও বিমূর্ত ধারায় চিত্রকর্মগুলো দারুণভাবে নজর কাড়ে শিল্পরসিকের। তবে প্রদর্শনালয়ের দেয়ালে ঠাঁই পায়নি এসব শিল্পকর্ম। করোনাকালে ভার্চুয়াল দুনিয়ায় উপস্থাপিত হয়েছে এই প্রদর্শনী। ষোলোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদর্শনীটির আয়োজন করে উত্তরার গ্যালারি কায়া। প্রদর্শনালয়টির ফেসবুক পেজে দর্শকরা উপভোগ করেছেন প্রদর্শনীর শিল্পকর্মসমূহ। এ বিষয়ে গ্যালারি কায়ার পরিচালক চিত্রশিল্পী গৌতম চক্রবর্তী বলেন, বর্তমান মহামারীর সময়ে একটি মানসম্মত প্রদর্শনীর আয়োজন করা বেশ কঠিন। তবে কঠিন হলেও প্রতিষ্ঠাবার্ষিকীর এই শিল্পায়োজনে আমরা সেই চ্যালেঞ্জকেই গ্রহণ করেছি। সে কারণে ভাল সাড়াও পেয়েছি। অনলাইনে প্রদর্শনী অবলোকনের পাশাপাশি অনেকেই শিল্পকর্ম সংগ্রহ করেছেন। ফেসবুকে ছবি দেখে পছন্দ করার পর অনেকে সরাসরি গ্যালারিতে এসে কিংবা ফোনে যোগাযোগ করে শিল্পকর্ম সংগ্রহ করেছেন। সেই বিবেচনায় আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। বিখ্যাত থেকে শুরু করে প্রতিষ্ঠিত এবং নবীন শিল্পীদের কাজ থাকায় শিল্পরসিকরা প্রদর্শনীটির প্রতি আগ্রহী হয়েছেন। এছাড়া আমরা চাইছি, এই করোনাকালে মানুষ যেন শিল্পের স্বাদ থেকে বঞ্চিত না হয়। প্রায় চার মাস গ্যালারি বন্ধ রাখার পর আবার নতুন করে শুরু করেছি। শিল্পীদের স্বার্থরক্ষা এবং শিল্পচর্চার গতি ধরে রাখতে আগামীতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। গ্যালারি কায়ার প্রতিষ্ঠাবার্ষিকীর এ প্রদর্শনীতে উপস্থাপিত হয়েছে বিয়াল্লিশ শিল্পীর শিল্পকর্ম। এই শিল্পীদের মধ্যে রয়েছেনÑ আবদুস শাকুর শাহ, আমিনুল ইসলাম, দেবদাস চক্রবর্তী, মুতর্জা বশীর, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, হাশেম খান, শাহাবুদ্দিন আহমেদ, মনিরুল ইসলাম, আদিত্য বসাক, আহমেদ শামসুদ্দোহা, জামাল আহমেদ, আনিসুজ্জামান, আশরাফুল হাসান, অতীন বসাক, আজহারুল ইসলাম চঞ্চল, বিশ্বজিৎ গোস্বামী, চন্দ্র শেখর দে, চন্দ্র ভট্টাচার্য, ফারেহা জেবা, জয়ন্ত নস্কর, কালিদাস কর্মকার, কামালউদ্দীন, কনক চাঁপা চাকমা, কাজী রাকিব, মাসুদা কাজী, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইকবাল, মুকুল কুমার বাড়ৈ, নগরবাসী বর্মণ, নাজলী লায়লা মনসুর, রণজিৎ দাস, রতন মজুমদার, সমরজিৎ রায় চৌধুরী, শাহনুর মামুন, শেখ আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য, ওয়াকিলুর রহমান, গৌতম চক্রবর্তী ও সোহাগ পারভেজ। এছাড়াও প্রদর্শনীতে দেখা মিলেছে ভারতীয় শিল্পী যোগেন চৌধুরীর আঁকা চিত্রকর্ম। জলরং, এ্যাক্রেলিক, চারকোল ও মিশ্র মাধ্যমে আঁকা চিত্রকর্মের সঙ্গে শোভা পেয়েছে সিরামিক ও ব্রোঞ্জ মাধ্যমে গড়া ভাস্কর্য। সব মিলিয়ে শিল্পকর্মের সংখ্যা ছিল ১০৩টি শিল্পকর্ম। মাসব্যাপী এ প্রদর্শনীর শেষ দিন ছিল সোমবার।
×