ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিটিআরসির ডিজি হলেন এহসানুল কবীর

প্রকাশিত: ০০:৩৩, ১৮ আগস্ট ২০২০

বিটিআরসির ডিজি হলেন এহসানুল কবীর

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল কবীরকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এহসানুল কবীরকে প্রেষণে ওই দায়িত্ব দিয়ে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করেছে। এদিকে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং এ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহফুজুল করিম মজুমদারকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, তিনজন কমিশনার ছাড়াও মহাপরিচালক হিসেবে পাঁচজন কর্মকর্তা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে দায়িত্ব পালন করেন।
×