ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্পুটনিক ভি নিয়ে সংশয়, চীনা ভ্যাকসিনে আশার আলো?

প্রকাশিত: ২৩:০৮, ১৬ আগস্ট ২০২০

স্পুটনিক ভি নিয়ে সংশয়, চীনা ভ্যাকসিনে আশার আলো?

জনকণ্ঠ ডেস্ক ॥ রুশ চিকিৎসকরাই কোভিড-১৯ টিকা স্পুটনিক ভি নিয়ে সংশয়ে রয়েছেন বলে এক জরিপে জানা গেছে। যুক্তরাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা বেশি হওয়ায় ভ্যাকসিনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। যদিও রুশ সেই প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে। আর চীনা ভ্যাকসিনে এ্যান্টিবডি তৈরি হওয়ায় করোনা নির্মূলের আশা করেছে সিনোফার্ম। করোনায় নতুন করে উদ্বেগ বাড়িয়েছে দুই চীনা রোগী। ভারতের তৈরি কোভ্যাকসিনের প্রথম ট্রায়ালে ইতিবাচক ফল পাওয়া গেছে। শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের ট্রায়াল। এছাড়া লাতিন আমেরিকায় সংক্রমণ ৬০ লাখ ছাড়িয়েছে। খবর এএফপি, বিবিসি, আলজাজিরা, রয়টার্স, এনডিটিভি, দ্য ওয়াল, ব্লুমবার্গ ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের মতে, সারাবিশ্বে শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৯৭৮ জন। মারা গেছেন সাত লাখ ৬৬ হাজার ১১৫ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৪২০ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৬৪ লাখ ৫৩ হাজার ৪৯০ জন। যাদের মধ্যে ৬৪ হাজার ৫২০ জনের অবস্থা আশঙ্কাজনক। একদিনে বিশ্বব্যাপী করোনায় সংক্রমিত হয়েছেন দুই লাখ ৮৫ হাজার ৯০১ জন। মারা গেছেন পাঁচ হাজার ৯৪৫ জন। সংশয়ে রুশ চিকিৎসকরা ॥ রাশিয়া তড়িঘড়ি করে কোভিড-১৯ টিকা অনুমোদন করায় এবং টিকা সম্পর্কে পর্যাপ্ত তথ্য-উপাত্ত না থাকায় সেই টিকা নিতে অস্বস্তি বোধ করছেন দেশটির বেশিরভাগ চিকিৎসক। তিন হাজারেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যবিশেষজ্ঞর ওপর চালানো এক জরিপে শুক্রবার এ তথ্য উঠে এসেছে। রাশিয়া বলেছে, বিশ্বে করোনাভাইরাসের প্রথম টিকার প্রয়োগ শুরু হবে চলতি মাসের শেষ দিক থেকেই। প্রথমে স্বেচ্ছাসেবার ভিত্তিতে চিকিৎসকদের টিকা দেয়া হবে। টিকাটির তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষা এখনও শেষ হয়নি। প্রস্তাব ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন, রাশিয়ার ভ্যাকসিন তারা ছুঁয়েও দেখবেন না। জানা গেছে, রুশ প্রশাসন করোনায় আক্রান্ত আমেরিকানদের দিকে ‘যুগান্তকারী সহযোগিতার’ হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলে ওয়াশিংটন সেই সাহায্য ফিরিয়ে দিয়েছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) উল্লেখযোগ্য সম্ভাব্য প্রতিষেধকের তালিকায় রাশিয়ার ‘স্পুটনিক ভি’কে রাখেনি। তারা জানাচ্ছে, রুশ ভ্যাকসিনটি সম্পর্কে যথেষ্ট তথ্য তাদের হাতে নেই। করোনা নির্মূলের আশা ॥ মডার্না বায়োটেক, ফাইজার, অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার মতোই তৃতীয় ধাপে ভ্যাকসিনের ট্রায়ালে এগিয়ে রয়েছে চীনের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট সিনোফার্ম। সম্প্রতি সৌদি আরবে শুরু হয়েছে তাদের তৈরি ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল। প্রথম দুই ধাপে এটি কেমন কাজ করেছে তার ফলাফল প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ইতিবাচক ফল কোভ্যাকসিনের ॥ করোনা প্রতিরোধে ভারতের তৈরি সম্ভাব্য ভ্যাকসিন কোভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষার প্রাথমিক ফলাফল ইতিবাচক। আগামী মাসেই এর দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু হতে যাচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে ভারত বায়োটেক। উদ্বেগ বাড়াল চীনা রোগী ॥ চীনে প্রায় ছয় মাস আগে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা দুই রোগী আবারও সংক্রমিত হয়েছেন। পূর্বে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের শরীরে এই ‘ভাইরাসটির দীর্ঘায়িত হওয়া এবং পুনরায় সক্রিয় হওয়ার সক্ষমতায়’ উদ্বেগ দেখা দিয়েছে। চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের ৬৮ বছর বয়সী এক নারীর শরীরে গত রবিবার করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে আরও ৯৯৬ মৃত্যু ॥ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯৯৬ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪৯ হাজার ১৭১ জন। একদিনে ৬৫ হাজার ৬০৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৫ লাখ ৩০ হাজার ৯৪৩ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮ হাজার ৯৩৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৩৮১ জন। সুস্থতার হার ৭০ শতাংশের বেশি। সংক্রমণ ৬০ লাখ ছাড়াল ॥ লাতিন আমেরিকার দেশগুলোতে করোনায় আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। এর মধ্যেই লাতিন আমেরিকায় সংক্রমণ ৬০ লাখ ছাড়িয়ে গেছে। অনেক দেশই এর মধ্যে লকডাউন কিছুটা শিথিল করায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। লাতিন আমেরিকায় গড়ে প্রতিদিন ৮৬ হাজারের বেশি সংক্রমণের ঘটনা ঘটছে। এক সপ্তাহ ধরেই সংক্রমণ দ্রুতগতিতে বাড়তে দেখা গেছে। কঠোর পদক্ষেপে বিশ্ব ॥ করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো ক্রমবর্ধমান সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বলেছে, করোনার সংক্রমণের গতি কমাতে সেপ্টেম্বর মাসজুড়ে কানাডা ও মেক্সিকো সীমান্তে অপ্রয়োজনীয় ভ্রমণের নিষেধাজ্ঞা বাড়ানো হচ্ছে। ব্রিটেনে তাদের দেশে যাওয়া ফ্রান্সের নাগরিকদের জন্য দুই সপ্তাহের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে। শনিবার থেকে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক দেশগুলোর তালিকায় ফ্রান্সকে যুক্ত করা হয়েছে।
×