ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আনোয়ার হোসেনের জামিন হয়নি

প্রকাশিত: ২১:২০, ১০ আগস্ট ২০২০

আনোয়ার হোসেনের জামিন হয়নি

স্টাফ রিপোর্টার ॥ আদালতের নথি চুরির মামলায় আসামি আনোয়ার হোসেন পাটোয়ারীর জামিন হয়নি। রবিবার বিচারপতি ফরিদ আহম্মেদের ভার্চুয়াল কোর্ট অভিযোগ গুরুতর বিধায় তার জামিন আবেদন না মঞ্জুর করে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। ২০১৮ সালের ২৯ মার্চ থেকে জেলহাজতে আছেন তিনি। মামলার বিবরণে দেখা যায়, ২০১৭ সালের ১৯ নবেম্বরে সে একটি গাঁজার মামলার আসামি থাকা অবস্থায় আইনজীবী সহকারীর সহযোগিতায় আদালত থেকে নথিটি সরিয়ে পুড়িয়ে ফেলে। পরে নথি খোঁজাখুুঁজি করে না পেয়ে পেশকার আইনজীবী সহকারী রিয়াদ পাটোয়ারী ও আসামি আনোয়ার হোসনে পাটোয়ারীর বিরুদ্ধে ২০১৮ সালরে ১৫ মার্চ মামলা দায়ের করেন। মামলার বাদী উল্লেখ করেন, তারা ঘটনার দিন এজলাস কক্ষে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। নথিটি ছিল জি আর ১৪৪/১১ (সদর)।
×