ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

যাদের হৃদরোগ আছে-

প্রকাশিত: ২২:৪১, ৯ আগস্ট ২০২০

যাদের হৃদরোগ আছে-

যাদের হার্টের অসুখ আছে অথবা ব্লাড প্রেসার ইত্যাদি রোগে ভুগছেন করোনার এই সময়ে তাদের জন্যে টিপস- * হার্টের জন্যে উপকারী খাদ্যগুলো খান। * শাক-সবজি, সামুদ্রিক মাছ, ফলমূল বেশি করে খান। * প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করুন অথবা হাঁটুন। * ৭/৮ ঘণ্টা করে রাতে চোখ বন্ধ করা ঘুম দরকার। * ২ লিটার পানি খাবেন প্রতিদিন। * অতি ভোজন বা এ্যালকোহল বা কফি পান নয়। * ১ মাসের ওষুধ মজুদ করুন। নিয়মিত ওষুধ খাবেন। * ১-২ মাসের খাদ্য মজুদ করুন। * বাইরে বের হওয়ার আগে মুখে মাস্ক ব্যবহার করুন। ২ পর্দার কাপড়ের মাস্ক হলেই চলবে। * সামাজিক দূরত্ব বজায় রাখুন। তাই বলে নিঃসঙ্গ হবেন না। সবার সঙ্গে টেলিফোনে বা সোশ্যাল মাধ্যমে যুক্ত থাকুন। * সামান্য উপসর্গেও আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। * স্ট্রেস মোকাবেলা করতে হবে দক্ষতার সঙ্গে। গান, হাসি-ঠাট্টা অব্যাহত রাখুন। * বারে বারে হাত ধোঁয়ার অভ্যাসটা অর্জন করুন। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×