ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে সোনাসহ যাত্রী আটক

প্রকাশিত: ২৩:৪৩, ২৬ জুলাই ২০২০

শাহজালালে সোনাসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ করোনা তা-বে কিছুদিন বিরতির পর ফের সোনা চোরাচালান শুরু হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ জেদ্দা থেকে আগত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। কাস্টমস হাউস ঢাকার ‘এ শিফট’ শনিবার দুপুর ১২টায় গ্রীন চ্যানেল অতিক্রমকালে বিজি-৪১৩৬ ফ্লাইটের ওই যাত্রীকে আটক করে। তার কাছ থেকে পাওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় তিন কোটি ১২ লাখ ২০ হাজার টাকা। সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) মোঃ সোলাইমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউসের কর্তব্যরত এ শিফটের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।
×