ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গে ব্যবসায়ীসহ তিনজনের মৃত্যু

প্রকাশিত: ২৩:১৪, ২৬ জুলাই ২০২০

করোনা উপসর্গে ব্যবসায়ীসহ তিনজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা উপসর্গ নিয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নড়াইলে এক অফিস সহকারী, মাগুড়ায় এক ব্যবসায়ী এবং বরিশালে এক বৃদ্ধ রয়েছেন। এ ছাড়া শনিবার দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে এক শ্রমিক ইউনিয়ন নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে এক করোনা রোগী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। করোনার কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন ১৭ জনকে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ২৬ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় করোনার লক্ষণ পাওয়ায় অনেক গ্রামের বাড়িঘর, দোকানপাট ও এলাকা বন্ধ রাখা হয়েছে। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নড়াইল ॥ নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অফিস সহকারী (অব) অজিত কুমার দাস (৬৫) করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। শ্বাসকষ্টসহ জ্বরে ভুগছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রামের বাসায় চিকিৎসারত অবস্থায় শ্বাসকষ্টসহ জ্বরের মাত্রা বেশি হলে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা ॥ মাগুরায় শনিবার করোনা উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু এবং আরও ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হলো ৩৭৮ জন । বরিশাল ॥ করোনা উপসর্গ নিয়ে সেকান্দার আলী (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছে। তার বাবার নাম মৃত কাসেম আলী। বাড়ি চন্দ্রদ্বীপ ইউনিয়নের ডিয়ারা কচুয়া গ্রামে। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ আখতারুজ্জামান জানান, শনিবার সকাল ৯টার দিকে স্বজনরা সেকান্দার আলীকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। দিনাজপুর ॥ দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শামসুল আলম (৫৪) নামে এক শ্রমিক ইউনিয়ন নেতা মারা গেছেন। শনিবার সকালে চিকিৎসারত অবস্থায় বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে এ্যাম্বুলেন্সেই তিনি মারা যান। নওগাঁ ॥ জেলায় আরও ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৯১৯ জনে দাঁড়াল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ যাবত জেলায় মারা গেছেন ১৩ জন। গাইবান্ধা ॥ গাইবান্ধায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় শনিবার নতুন করে আরও ৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসের আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ৫৯১ জন। এদিকে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১২ জনের। গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০৭। আক্রান্তের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৪শ’ ৫৪ জন, কোটালীপাড়ায় ২শ’ ২৪ জন, টুঙ্গিপাড়ায় ২শ’ ৩৩ জন, কাশিয়ানীতে ২শ’ ৪৮ জন এবং মুকসুদপুর উপজেলায় রয়েছেন ২শ’ ৪৮ জন। তবে, জেলায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯শ’ ৬৬ জন।
×