ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনার এই সময়ে

প্রকাশিত: ২২:৫৪, ২৬ জুলাই ২০২০

করোনার এই সময়ে

* বাচ্চাদের ক্ষেত্রে এই সময়ে ফুসফুসের উভয় পার্শ্বে নিউমোনিয়া নিয়ে আসতে পারে। * সেক্ষেত্রে তাকে ভালমত সবধরনের এন্টিবায়োটিক যোগ করতে হবে। * আসলে কোভিড কোভিড করে শুধুমাত্র সাপোর্টিভ চিকিৎসা দিলে হবে না। * এন্টিবায়োটিক ৩ রকমের একসঙ্গে লেগে যেতে পারে। * কারণ করোনাভাইরােেস রোগীর ইমিউনিটি একেবারে কমে যায়। ফলে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং নিউমোনিয়া হয়। * ডাক্তারদের উচিত হবে ভাইরাস বলে বেশি মেথোডিকাল না থাকা। * মনে রাখতে হবে কোভিডের এখন অনেক কিছুই অনাবিষ্কৃত। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯।
×