ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাপুলের আটকাদেশ আরও দুই সপ্তাহ বাড়ল

প্রকাশিত: ০০:৩৫, ২০ জুলাই ২০২০

পাপুলের আটকাদেশ আরও দুই সপ্তাহ বাড়ল

জনকণ্ঠ ডেস্ক ॥ লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের আটকাদেশ আরও দুই সপ্তাহ বেড়েছে। কুয়েতের উচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। রবিবার কুয়েতের আল রাই পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বাংলানিউজের। মানব পাচার ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে কাজী শহিদ ইসলাম পাপুলকে জিজ্ঞাসাবাদ করছে কুয়েত প্রশাসন। তাকে আটকে রাখা হয়েছে। পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল জাররা আল সাবাহসহ আরও দুই কুয়েতী নাগরিককেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কুয়েতের উচ্চ আদালত রবিবার মেজর জেনারেল শেখ মাজেন আল জাররা আল সাবাহকে তিন সপ্তাহের আটকাদেশ দিয়েছে। এছাড়া কুয়েতের অপর দুই নাগরিককে আরও দুই সপ্তাহের আটকাদেশ দিয়েছে কুয়েতের আদালত।
×