ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘাসের কোলে ফোটা ক্ষুদ্র রঙিন ফুল, বৃষ্টির নামে নাম

প্রকাশিত: ২৩:০৯, ১৯ জুলাই ২০২০

ঘাসের কোলে ফোটা ক্ষুদ্র রঙিন ফুল, বৃষ্টির নামে নাম

মোরসালিন মিজান ॥ চারপাশে অনেক ফুল ফুটে আছে এখন। বর্ষার বৃষ্টিতে নতুন প্রাণ পেয়েছে গাছপালা। পাতাগুলো গাঢ় সবুজ। ফুলগুলো আরও বেশি নজরকাড়া। যারা ফুলপ্রেমী তারা এই খোঁজ, নিশ্চিত জানি, রাখেন। উপভোগ করেন ফুলের সৌন্দর্য। বাকিদের একটু মনে করিয়ে দিতে হয় এবং মনে করিয়ে দিতেই বলা, রেইন লিলি ফুটেছে! ফুলটির, হ্যাঁ, বৃষ্টির নামে নাম। বর্ষায় হয় বলেই এমন নামরণ। একই ফুল রেইন ফ্লাওয়ার, ফেয়ারি লিলি, জেফাইর লিলি, ম্যাজিক লিলি, আটামাসকো লিলি নামে পরিচিত। বোটানিক্যাল নাম জেফাইরান্থেসিস রোজ। সবই ইংরেজী নাম হয়ে গেল, না? বাংলা নামও আছে। ঘাসফুল। বাংলাদেশে ঘাসফুল নামেই বেশি পরিচিত। ঘাস অবশ্য নানা প্রকারের হয়। ফুলও হয় আলাদা আলাদা। তবে আমরা যে ঘাসফুলের কথা বলছি সেটি পায়ে মাড়ানো সাধারণ ঘাসে হয় না। যতেœ লাগানো লম্বা পুরো ঘাসের কোলে জন্মে। বর্ষার কালে বাড়ির বাগানে-ছাদে-বারান্দায় চমৎকার ফুটে আছে। অন্য ফুল আকারে বড়। উঁচু গাছ। সহজে দৃশ্যমান হয়। পায়ের কাছে ফুটে থাকা ঘাসফুলকে, প্রথমেই যে কথাটি বলা হলো, একটু খুঁজে নিতে হয়। ঘাসফুল বা রেইন লিলি আমারিলিডাসি পরিবারের সদস্য। আদিনিবাস দক্ষিণ আমেরিকা। বাংলাদেশেও আছে বহু বছর ধরে। মজার ব্যাপার হলো, ফুলটি সন্ধ্যায় নিজেকে কিছুটা গুটিয়ে নেয়। দিনের আলোয় স্বরূপে ফেরে। এ ফুলের রং হয় তিনটি। সাদা হলুদ ও গোলাপি। সাদা ফুলের বৈজ্ঞানিক নাম জেফাইরান্থেসিস ক্যানাডিডা। হলুদ ফুলটি জেফাইরান্থেসিস সিট্রিনা। আমাদের দেশে বেশি দেখা যায় গোলাপি রঙের ফুলটি। চিনতে সুবিধা হবে, যদি বলি, এ ফুল কবরের উপরিভাগে বিশেষ দেখা যায়। শ্বেত পাথরে বাঁধানো কবরের মাঝখানে শূন্য মাটিতে লাগিয়ে দেয়া হয় এই ঘাস। ঘন সবুজ ঘাসে ঢাকা পড়ে বিবর্ণ মাটি। সবুজ সেই কার্পেটে ক্ষুদ্র কিন্তু দারুণ রঙিন ফুল ফুটে। খেয়াল করেছেন কখনও? বনানী কবরস্থানে বেশি চোখে পড়ে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানেও কম বেশি দেখা যায়। তাই বলে ফুলটি শুধু সমাধির সৌন্দর্য পবিত্রতা আর ভাবগাম্ভীর্য রক্ষা করে, এমনটি ভাবা যাবে না। বাগানের সৌন্দর্যও বহুগুণে বাড়িয়ে দেয়। ক্ষুদ্র ক্ষুদ্র ফুল। একসঙ্গে ঘন হয়ে ফুটে। সবুজের মাঝে মাথা তুলে থাকা চমৎকার রঙিন ফুল মন ভরিয়ে দেয়। সহজেই অনুমেয়, রেইন লিলি ভূমি সংলগ্ন ফুল। উচ্চতা মাত্র ১৫ থেকে ২০ সেমি। ফলে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটু নিচে তাকলে ঠিক চোখে পড়বে। অনেকে আবার ভুল করে পায়ে মাড়িয়ে চলে যান। তারা দুর্ভাগা তো বটেই! পায়ের কাছে থাকলেও, রেইন লিলি বহুবর্ষজীবী। সহজে হারিয়ে যায় না। সাধারণত গ্রীষ্ম থেকে ফুটতে শুরু করে। অব্যাহত থাকে শরৎ পর্যন্ত। মূল সময়টা বর্ষা। শ্রাবণে সবচেয়ে বেশি ফুটতে দেখা যাবে। দেখুন। উপভোগ করুন ফুলের পৃথিবী।
×